সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে গণ অবস্থানের ডাক দিয়েছে আর্টিস্ট ফোরাম (West Bengal Motion Picture Artists' Forum)। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে তাতে যোগ দেবেন দেব, ঋতুপর্ণারা। পায়ে প্লাস্টার নিয়েই সহকর্মীদের পাশে থাকবেন বাংলার টলিপাড়া ও টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা দুলাল লাহিড়ী।
অভয়ার মৃত্যুর বিচার চেয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন বাংলার তারকারা। 'সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর' স্লোগান শোনা গিয়েছে টালিগঞ্জে। কিন্তু তাতে যোগ দিতে পারেননি দুলাল লাহিড়ী। কারণ তাঁর লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে। এখন অনেকটাই সুস্থ অভিনেতা। তবে পায়ে এখনও প্লাস্টার রয়েছে তাঁর। তা নিয়েই ফোরামের প্রতিবাদে শামিল হবেন।
[আরও পড়ুন: অবৈধভাবে ভারতে প্রবেশ! সীমান্ত থেকে বিজিবির হাতে গ্রেপ্তার বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ]
সংবাদমাধ্যমকে প্রথমে দুলালবাবুর খবর জানান আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। পরে বর্ষীয়ান অভিনেতা জানান, প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো পায়ের কারণে আন্দোলনে যোগ দিতে পারবেন না। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন। চেষ্টা করছেন, ভিড় হওয়ার একটু আগেই যাতে গাড়িতে করে টালিগঞ্জে কিশোর কুমার মূর্তি সংলগ্ন এলাকায় চলে যাওয়া যায়।
পায়ের প্লাস্টার নিয়ে গাড়িতে বসেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবিতে সরব হবেন বর্ষীয়ান অভিনেতা। মানসিকভাবে নিজের সহশিল্পীদের পাশে থাকতে চান তিনি। জানা গিয়েছে, মাসের শেষে আবারও চিকিৎসকের কাছে যেতে হবে দুলাল লাহিড়ীকে। তখন প্লাস্টার খোলা হবে। চিকিৎসক তাঁর পায়ের অবস্থা দেখবেন। সবকিছু ঠিক থাকলে আবারও কাজে যোদ দেবেন তারকা। অনীক দত্ত ও অরিন্দম শীলের আগামী ছবিতে রয়েছেন তিনি। তার ডাবিংয়ের কাজ এখনও বাকি।
এদিকে, আর্টিস্ট ফোরামের জমায়েতে হাজির থাকবেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত। আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় খোদ এই খবরে সিলমোহর বসিয়েছেন। তিনিও এও জানিয়েছেন যে, দেবের পাশাপাশি রুক্মিণী মৈত্রও উপস্থিত থাকতে পারেন। তবে আর্টিস্ট ফোরামের এই প্রতিবাদী জমায়েতে সম্ভবত হাজির থাকতে পারছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা। কারণ উভয়েই কর্মসূত্রে কলকাতার বাইরে। এদিকে চিরঞ্জিত চক্রবর্তী অসুস্থ। তবে এর জন্য মন থেকে তাঁরা যে এই প্রতিবাদের সঙ্গে রয়েছেন, এও জানা গিয়েছে। আর্টিস্ট ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ পদে থাকা জিৎ থাকছেন কিনা সেটা জানা যায়নি।