shono
Advertisement
Hero Alam

'পিরিতি কাঁঠালের আঠা...', চিনের চাকরি ছেড়ে বাংলাদেশে হিরো আলমের 'বাহুডোরে' তরুণী

পদ্মাপারের 'রসিক' নেটিজেনদের চর্চা কিছুতেই থামছে না!
Published By: Sandipta BhanjaPosted: 11:38 AM Jun 03, 2025Updated: 01:45 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় কাজ না থাক, রাজনীতি থেকেও যতই 'বিতাড়িত' হোন না কেন, হিরো আলমকে নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত নেই। বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে হিরো আলম। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটারের জুড়ি মেলা আদতেই ভার! দিন কয়েক আগেই আমেরিকায় থাকা চিকিৎসক তরুণীর সঙ্গে তাঁর সাত পাকে বাঁধা পড়ার খবরে শোরোগোল পড়ে গিয়েছিল। এবারও 'নারীঘটিত' কারণেই ফের চর্চার শিরোনামে আশরাফুল আলম ওরফে হিরো আলম (Hero Alam)।

Advertisement

পদ্মাপারের সংবাদমাধ্যম সূত্রে খবর, এক তরুণী চিনের চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে ফিরেছেন শুধুমাত্র হিরো আলমের জন্য। কে তিনি? জানা গিয়েছে, কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবহা তান্নু ২০১৯ সালেই পরিবারের সঙ্গে চিনের হাংঝু শহরে পাড়ি দিয়েছিলেন। তরুণীর মা কর্মসূত্রে চিনেই থাকেন। তান্নুও সেখানে একটি অ্যাকোয়ারিয়াম কোম্পানিতে চাকরি করতেন এযাবৎকাল। বছর খানেক সেই সংস্থাতেই নিষ্ঠা নিয়ে কাজ করেছেন তান্নু। কিন্তু হিরো আলমের নায়িকা হওয়ার হাতছানি এড়াতে পারেননি। তাই এক লহমায় চিনের বিলাসবহুল জীবন ছেড়ে বাংলাদেশে ফিরেছেন তরুণী। শুধু তাই নয়, দেশে ফিরেই হিরো আলমের সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, শোবিজ দুনিয়ার প্রতি বরাবরই আকর্ষণ ছিল সাইকা সুবহা তান্নুর। তাই চিনে কাজের অবসরেও গান দিয়ে ছোট ছোট রিলস ভিডিও বানাতেন। সোশাল মিডিয়াতেও শেয়ার করতেন সেসব। সেখানে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমন বার কয়েক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তবে ইতিবাচক মনোভাবাপন্ন তান্নুর মনে ঝড় তুলে দিয়েছিল নেটিজেনদের প্রতিক্রিয়া। বছরখানেক চিনে থাকলেও দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের উপর বরাবরই নজর রাখতেন তরুণী। ইচ্ছে ছিল, বাংলাদেশে ফিরে বিনোদুনিয়ায় কাজ করবেন। সেই সূত্রেই হিরো আলমের সঙ্গে পরিচয় হয় সাইকা সুবহা তান্নুর। তাঁর কাছে নিজের ইচ্ছেপ্রকাশ করেন তিনি। আশরাফুলের তরফে ইতিবাচক সাড়া পাওয়ার পরই চিন থেকে পাততাড়ি গুটিয়ে ঢাকায় চলে আসেন তান্নু। হিরো আলমের (Hero Alam) সঙ্গে দেখা করেন। এভাবেই মিউজিক ভিডিওয় দুজনের জুটি বাঁধার সূত্রপাত। আর সেই শুটিংয়েই আলমের বাহুডোরে তান্নুর ছবি দেখে পদ্মাপারের 'রসিক' নেটিজেনদের মন্তব্য, 'পিরিতি কাঁঠালের আঠা...!' যদিও আশরাফুল সাফ জানিয়েছেন যে, "আমরা মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছি। চাইনিজ মিউজিক ভিডিওতে আমি ও তান্নু মডেল হয়েছি। দর্শকরা তাড়াতাড়ি দেখতে পারবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক তরুণী চিনের চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে ফিরেছেন শুধুমাত্র হিরো আলমের জন্য।
  • কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবহা তান্নু ২০১৯ সালেই পরিবারের সঙ্গে চিনের হাংঝু শহরে পাড়ি দিয়েছিলেন।
  • দেশে ফিরেই হিরো আলমের সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছেন তিনি।
Advertisement