সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেতা জাভেদ খান আমরোহি ( Actor Javed Khan Amrohi)। প্রায় এক বছর ধরে শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন ৭৩ বছরের অভিনেতা। মঙ্গলবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) থেকে পাশ করার পর সাতের দশকে নিজের কেরিয়ার শুরু করেন জাভেদ খান আমরোহি। ‘আলিবাবা মর্জিনা’, ‘প্রেম রোগ’, ‘আন্দাজ আপনা আপনা’ থেকে ‘লাগান’, ‘চাক দে! ইন্ডিয়া’র মতো শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পার্শ্ব চরিত্রে। বিশেষ করে ‘লগান’ সিনেমায় তাঁর ক্রিকেটের ধারাভাষ্য বহুদিন দর্শকদের মনে রয়ে যাবে।
[আরও পড়ুন: রঞ্জিত মল্লিক-অপরাজিতা আঢ্যর জন্যই হচ্ছে না অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’!]
হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন জাভেদ খান আমরোহি। তুমুল জনপ্রিয় হয়েছে ‘নুক্কড়’। ‘মির্জা গালিব’, ‘শক্তিমান’-এর মতো সিরিয়ালও রয়েছে তাঁর ঝুলিতে। অবশ্য অভিনেতার সবচেয়ে বেশি টান ছিল মঞ্চের প্রতি। সাতের দশক থেকেই ইন্ডিয়ান পিপল’স থিয়েটার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন তিনি। শেষের কয়েকটা দিন মঞ্চেই অভিনয় করেছেন।
জাভেদ খান আমরোহির প্রয়াণে শোক প্রকাশ করেছেন অখিলেন্দ্র মিশ্র। ‘লাগান’ সিনেমায় অর্জনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে জাভেদ খান আমরোহির সঙ্গে মঞ্চ সূত্রেই যোগাযোগ তাঁর। সিনিয়র অভিনেতার প্রয়াণে অভিনয় জগতের ক্ষতি হল বলেই জানান তিনি। জানা গিয়েছে, এক বছর ধরে শয্যাশায়ী ছিলেন জাভেন খান আমরোহি। শোক প্রকাশ করে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন অভিনেতা দানিশ হুসেন।