shono
Advertisement

Breaking News

করোনায় প্রয়াত ‘সিম্বা’খ্যাত অভিনেতা কিশোর নন্দলস্কর

১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন বলিউডের বর্ষীয়ান চরিত্রাভিনেতা।
Posted: 09:44 PM Apr 20, 2021Updated: 09:54 PM Apr 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনায় (Corona Virus) আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউডের বর্ষীয়ান চরিত্রাভিনেতা কিশোর নন্দলস্করের (Kishore Nandlaskar)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ৮১ বছরের অভিনেতার নাতি জানান, ১৪ এপ্রিল কোভিড (COVID-19) পজিটিভ রিপোর্ট এসেছিল তাঁর। থানের একটি কোভিড সেন্টারে ভরতি করা হয়েছিল। সেখানেই পরিস্থিতির অবনতি হয়। দ্রুত হারে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। মঙ্গলবার মৃত্যুর কবলে ঢলে পড়েন বর্ষীয়ান অভিনেতা।

Advertisement

১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ ছবি দিয়েই সিনেমা জগতে কিশোর নন্দলস্করের আত্মপ্রকাশ। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুঢারি চোর’, ‘মধ্যমবর্গ- দ্য মিডল ক্লাস’-এর মতো একাধিক জনপ্রিয় মারাঠি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। ‘খাঁকি’, ‘বাস্তব : দ্য রিয়ালিটি’, ‘সিংঘম’, ‘সিম্বা’র মত সুপারহিট ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। গোবিন্দা অভিনীত ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ ছবির ‘সন্নাটা’ চরিত্রে আজও দর্শকের কাছে জনপ্রিয় তিনি। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাই। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন রণবীর সিং (Ranveer Singh)। প্রাক্তন সহকর্মীর সাদা-কালো ছবি শেয়ার করে মন ভেঙে যাওয়ার ইমোজি দিয়েছেন অভিনেতা।

[আরও পড়ুন: বিচারক জিৎ-শুভশ্রী করোনা আক্রান্ত, ‘ডান্স বাংলা ডান্সে’র সেটে আতঙ্ক]

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। ব্যতিক্রম নয় বলিউডও। দ্বিতীয় পর্বে যেন বিনোদন জগৎ আরও বেশি বিধ্বস্ত। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভূমি পেডনেকরেরর মতো তারকারা। একাধিক ছবির শুটিং আটকে রয়েছে। ‘সূর্যবংশী’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘লাল সিং চড্ডা’র মত বিগ বাজেট ছবির মুক্তিও ক্রমাগত পিছিয়ে চলেছে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই কোভিড কারফিউ চলছে। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, “তুফানের মতো করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আপনারা যে পীড়া সহ্য করছেন, তা আমি জানি। যাঁরা আপনজনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। এই চ্যালেঞ্জ খুব বড়। কিন্তু আমাদের সবাইকে মিলে এই বিপদের মোকাবিলা করতে হবে।”

[আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুতের বায়োপিকের প্রস্তুতি, নির্মাতাদের সমন পাঠাল দিল্লি হাই কোর্ট ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement