সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যজিৎ রায়ের (Satyajit Roy) ‘তারিণীখুড়ো’কে এবার দেখা যাবে সিনেমার পর্দায়। এখবর আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। যে গল্পগুলো বাঙালির ছোটবেলাকে ভরিয়ে রেখেছিল, সেই গল্পবলিয়ে তারিণীখুড়োর ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)।
বেনিয়াটোলার বাসিন্দা তারিণীখুড়ো। পুরো নাম তারিণীচরণ বন্দোপাধ্যায়। দীর্ঘ পেশাদার জীবন তারিণীখুড়োর। তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাই উঠে আসে তার গল্পে। কীভাবে আপদ-বিপদে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছেন, তা নিজের ছন্দে বলে চলেন তারিণীখুড়ে। পরিচালক অনন্ত মহাদেবন সেই খুঁটিনাটিই তুলে ধরেছেন নিজের নতুন ছবিতে। যার নাম দিয়েছেন ‘দ্য স্টোরিটেলার’ (The Storyteller)।
[আরও পড়ুন: সমুদ্রতটে খোলামেলা পোশাকে নাচলেন নোরা ফতেহি, সঙ্গে দুই পুরুষসঙ্গী, ভাইরাল ভিডিও]
কলকাতার নানা এলাকায় হয়েছে নতুন এই ছবির শুটিং। লেকমার্কেট, কুমোরটুলির মতো একাধিক জায়গায় শুটিং করেছেন পরেশ রাওয়াল। পরেশ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন আদিল হুসেন, অনিন্দিতা বসু, রেবতী, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। তারিণীখুড়োর বন্ধু বঙ্কিমবাবুর ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত মুখোপাধ্যায়কে।
ট্রেলার দেখে মনে হচ্ছে গল্পের পরতে পরতে সাসপেন্স রেখেছেন পরিচালক অনন্ত মহাদেবন (Ananth Narayan Mahadevan)। এর আগে ছবি সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেছিলেন, “তারিণীখুড়ো খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র। তার গল্প গুলোই ছবিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তারিণীখুড়োর গল্প একেবারেই টাইমলেস।” বাংলার সাহিত্যপ্রেমীদের কাছে সত্যজিৎ রায়ের ‘তারিণীখুড়ো’ মূল্যবান সম্পদ। তাকে সিনেমায় রূপান্তরিত করা সহজ কাজ নয়। সেই কাজটিই করেছেন পরিচালক। তবে বাঙালি দর্শক তা কীভাবে নেবেন, তা ছবির মুক্তির পরই জানা যাবে। সিনেমা হলে কবে মুক্তি পাবে ছবিটি তা এখনও জানা যায়নি। তবে চলতি বছরেই বুসান চলচ্চিত্র উৎসবে (Busan Film Festival) দেখানো হবে ছবিটি।