shono
Advertisement
Jeet-Navanya

বড়দিনের বড় ডেবিউ! জিৎকন্যা নবন্যা ও ভাইজি কৃষ্ণার 'ক্রিসমাস' স্পেশাল মিউজিক ভিডিও

মাত্র ১২ বছর বয়সেই বিনোদুনিয়ায় পথ চলা শুরু নবন্যার। গর্বিত বাবার কী বক্তব্য?
Published By: Suparna MajumderPosted: 01:03 PM Dec 22, 2024Updated: 01:13 PM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন বাবা, তেমনি মেয়ে। মাত্র ১২ বছর বয়সেই বিনোদুনিয়ায় ডেবিউ জিৎকন্যা নবন্যার। সঙ্গী জিতেরই ভাইজি কৃষ্ণা। দুজনে মিলে তৈরি করেছে 'দিস ক্রিসমাস ইভ' গান। মেয়ের প্রতিভায় গর্বিত সুপারস্টার। এটাই ক্রিসমাস অ্যান্থেম, সোশাল মিডিয়ায় ভিডিও লিঙ্ক শেয়ার করে দিলেন ঘোষণা।

Advertisement

আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’ জিৎ। সিনেমায় অভিনয়-প্রযোজনার পাশাপাশি যেটুকু সময় পান, পরিবারের জন্যই তা বরাদ্দ রাখেন। কথায় বলে, মেয়েরা বাবার বেশি কাছের হয়। জিৎ-নবন্যার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আবার কৃষ্ণাও জিতের কন্যাসম। দুজনের প্রতিভা দেখে অবাক হয়ে গিয়েছিলেন জিৎ ও তার পরিবার। ১২ বছর বয়সেই একাধিক গান লিখে সুর সাজিয়ে ফেলেছে।

যেহেতু উৎসবের মরশুম সেই কারণেই নবন্যা-কৃষ্ণার 'দিস ক্রিসমাস ইভ' গানটি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই ১২ বছরের কিশোরীকে গাইড করেছেন অনীক ধর। মিউজিক প্রোগ্রামার কেডি। গান নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জিৎ বলেন, "আমাদের গোটা পরিবার অত্যন্ত খুশি আর গর্বিত এই দুজনের প্রতিভায়।"

 

ডিসেম্বরেই নবন্যার জন্মদিন ছিল। মেয়ের মিষ্টি ভিডিও শেয়ার করে জিৎ লেখেন, 'এখন বুঝতে পারি কেন মা-বাবা বলতেন- ‘নিজে যখন বাবা হবি, তখন বুঝবি…’ ১২-১২-১২ তারিখের পর থেকে আজও সেই অনুভূতি উপলব্ধি করে চলেছি। তুই আমাদের জীবনে আসার পরে এই কথার অর্থ বুঝতে শিখেছি। স্বার্থহীন ভালোবাসা ম্যাজিকের থেকে কোনও অংশে কম নয়! সন্তান না হলে এই অনুভূতি বলে বোঝানো অসম্ভব। তোকে পেয়ে আমরা সত্যিই ধন্য। আমার মা-বাবা, ঈশ্বর সকলকে ধন্যবাদ। তোকে সোনালি জন্মদিনের শুভেচ্ছা... জেন জেড এবং জেন আলফা প্রজন্ম সম্পর্কে অনেক কিছু শিখছি তোর কাছ থেকে। এত দ্রুত শেখা যদিও কঠিন। তবে আমি প্রতিজ্ঞা করছি, আমি চেষ্টা করব।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যেমন বাবা, তেমনি মেয়ে। মাত্র ১২ বছর বয়সেই বিনোদুনিয়ায় ডেবিউ জিৎকন্যা নবন্যার।
  • নবন্যার সঙ্গী জিতেরই ভাইজি কৃষ্ণা। দুজনে মিলে তৈরি করেছে 'দিস ক্রিসমাস ইভ' গান।
Advertisement