সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের হার্টথ্রব তিনি। নাম শুনলেই তরুণীদের মুখে হাসি ফুটে ওঠে। এহেন রণবীর কাপুর (Ranbir Kapoor) দশম শ্রেণির পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন, তা জানালেন এতদিনে। ৫৩.৪ শতাংশ নম্বর পেয়েছিলেন কাপুর পরিবারের জনপ্রিয় সদস্য। তাতেই নাকি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা।
‘শামশেরা’ (Shamshera) ছবির প্রচারে ডলি সিংয়ের চ্যাট শোয়ে গিয়েছিলেন রণবীর। সেখানেই নিজের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেন তারকা। ডলির প্রশ্নের উত্তরে রণবীর জানান, দশম শ্রেণির পরীক্ষায় ৫৩.৪ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। এত কম নম্বর পাওয়ার জন্য ডলি যখন ঠাট্টার ছলে রণবীরকে ভর্ৎসনা করেন তখনই তারকা জানান, তিনি তাঁর পরিবারের সবচেয়ে শিক্ষিত মানুষ এবং দশম শ্রেণির পরীক্ষায় এত নম্বর পেয়েছেন। সেই কারণে বাড়িতে রীতিমতো উৎসব হয়েছিল। বিশাল পার্টি দেওয়া হয়েছিল।
[আরও পড়ুন: প্রাণনাশের হুমকির জেরেই ইদের দিন অনুরাগীদের দেখা দিলেন না সলমন খান! জল্পনা তুঙ্গে ]
বলিউডের অভিজাত পরিবারের তালিকায় কাপুরের পরিবারের নাম প্রথম সারিতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা অভিনয়ের জগতে খ্যাতি পেয়েছেন। রাজ কাপুর, শাম্মি কাপুর, শশী কাপুর, রণধীর কাপুর, ঋষি কাপুর থেকে করিশ্মা, করিনা, রণবীর – প্রত্যেকেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। কিন্তু তাঁদের শিক্ষাগত যোগ্যতা কত?
নেটদুনিয়া থেকে সংগৃহীত তথ্য থেকে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, কিংবদন্তি রাজ কাপুর নবম শ্রেণিতে পাশ করতে পারেননি। রণধীর কাপুর ষষ্ঠ শ্রেণির পরীক্ষায় পাশ করতে পারেননি। রণবীরের বাবা ঋষি কাপুর অষ্টম শ্রেণিতে ফেল করেছিলেন। ‘প্রেম কয়েদি’ ছবির মাধ্যমে বলিউডে সফর শুরু করেছিলেন করিশ্মা কাপুর। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। তারপর থেকেই অভিনয়ে মন দেন। এমন পরিস্থিতিতে রণবীর যখন দশম শ্রেণি পাশ করেন, কাপুর পরিবারে আনন্দের সীমানা ছিল না। এখন অবশ্য রণবীর বেশ খোশমেজাজে রয়েছেন। কারণ বাবা হতে চলেছেন তিনি। স্ত্রী আলিয়ার ফুটফুটে কন্যাসন্তান হোক, এমনটাই চান অভিনেতা।