shono
Advertisement

অ্যাওয়ার্ড শোয়ে আচমকা বুকে ব্যথা, প্রয়াত ‘মির্জাপুর’খ্যাত অভিনেতা শাহনওয়াজ প্রধান

টেলিদুনিয়ায় বেশ পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান।
Posted: 12:16 PM Feb 18, 2023Updated: 12:38 PM Feb 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত মির্জাপুর ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা শাহনওয়াজ প্রধান। বয়স হয়েছিল ৫৬। শুক্রবার একটি অ্যাওয়ার্ড শো চলাকালীন সময়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। অনুষ্ঠান চলাকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শাহনওয়াজ প্রধান। এরপর অজ্ঞান হয়ে পড়ে যান। অভিনেতাকে তড়িঘড়ি কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শাহনওয়াজ।

Advertisement

[আরও পড়ুন: অক্ষয় কুমারের ছবির সেটে চিতাবাঘের হামলা! গুরুতর আহত হয়ে হাসপাতালে মেকআপ আর্টিস্ট]

টেলিদুনিয়ায় বেশ পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান। মির্জাপুর সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। শুধু মির্জাপুর নয়, এছাড়াও তাঁকে দেখা গিয়েছে ফ্যান্টম, রইস, টোটা ওয়েডস ময়নার মতো ছবিতে। শাহনাওয়াজের মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা।

[আরও পড়ুন: কীসের জোরে TRP লিস্টে ফের ১ নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’? উত্তর দিলেন নায়ক দিব্যজ্যোতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement