shono
Advertisement

Breaking News

পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর পরের ছবিতে ভালবাসার ‘ফর্মুলা’শেখাবেন সোহম মজুমদার

অন্যরকম ভালবাসার বাঁধন ইন্দ্রদীপ দাশগুপ্তর লেখনীতে।
Posted: 01:50 PM Feb 11, 2021Updated: 02:29 PM Feb 11, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এ ‘কবীর সিং’-এ শিবার চরিত্রে বলিউড ছবিতে নজর কেড়েছিলেন টলিউড অভিনেতা সোহম মজুমদার। শাহিদ কাপুর ওরফে কবীর সিংয়ের বন্ধুর চরিত্রে অভিনয় কলকাতার সোহমের জীবনের বড় প্রাপ্তি। পরের বছরই অরিত্র মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ (Brahma Janen Gopon Kommoti)- তেও সোহম মজুমদারের অভিনয় মুগ্ধ করে দর্শকদের।  মহিলাদের বিয়ে দেওয়া বা পৌরহিত্য নিয়ে সাম্য-অসাম্য, উচিত-অনুচিতের কথা ছবিতে তুলে ধরেন পরিচালক অরিত্র।  ছবির অন্যতম মুখ যদি ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) হয়ে থাকেন, তাহলে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অভিনেতা সোহম মজুমদারও। এবার সেই সোহমকেই দেখা যাবে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘এ প্লাস বি মাইনাস’ ছবিতে। আধুনিক সময়ের ভালবাসার নয়া ফর্মুলা ‘এ প্লাস বি মাইনাস’ ছবিতে তুলে ধরবেন বলে জানিয়েছেন পরিচালক।

Advertisement

মূলত, ছবির চিত্রনাট্যে উঠে আসবে দু’ জন শিল্পীর কাহিনি। যাঁরা কলকাতায় আসেন নিজেদের ভাগ্য অন্বেষণে। কী ভাবে তাঁরা একে অপরের জীবনের সঙ্গে জড়িয়ে পড়েন, তারপর তাঁদের গল্প কোনদিকে এগোয়, তাই নিয়েই ছবি ‘এ প্লাস বি মাইনাস’ । সোহমের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি। পরিচালনার পাশাপাশি সঙ্গীতের দায়িত্ব সামলাবেন ইন্দ্রদীপ নিজেই। গান লেখার দায়িত্বে শ্রীজাত।

[আরও পড়ুন: বিরল সম্মান! ঋদ্ধি সেনের ‘কোল্ডফায়ার’ এবার প্রদর্শিত হবে মাদ্রিদ ফিল্ম ফেস্টিভ্যালে]

এদিকে আগামী মাস থেকেই শুরু হবে ইন্দ্রদীপের আসন্ন ছবি ‘বিসমিল্লাহ’-র ডাবিং। এরপরে তাঁর হাতে রয়েছে আরও একটি কাজ। সেই ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chattopadhyay) ও জয়া আহসান (jaya Ahsan)। 

অন্যদিকে সৌম্যজিৎ মজুমদারের ছবি ‘হোমকামিং’-এর শুটিং সম্প্রতি শেষ করেন সোহম মজুমদার। এরপর তিনি নিজেকে তৈরি করছেন ইন্দ্রদীপের (Indradeep Dasgupta) ‘এ প্লাস বি মাইনাস’ ছবির জন্য।

[আরও পড়ুন: ফের বড়পর্দায় সত্যজিৎ রায়ের গল্প, নাতি সৌরদীপ সামলাবেন আলোকচিত্রীর দায়িত্ব]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement