shono
Advertisement

Breaking News

ঘাটালে ফের প্রার্থী দেব! ‘ভালো ছেলে’র সার্টিফিকেট ‘দিদি’র

কালীঘাটের দলীয় বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তারকা সাংসদের।
Posted: 07:28 PM Jan 10, 2024Updated: 08:28 PM Jan 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে”, দিন কয়েক আগেই এমন মন্তব্য করে রাজনৈতিকমহলে শোরগোল ফেলে দিয়েছিলেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সেই থেকেই জল্পনার সূত্রপাত, তাহলে কি এবার তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে (Lok Sabha Poll 2024) লড়ছেন না টলিউড সুপারস্টার? তবে বুধবার কালীঘাটের দলীয় বৈঠকে বদলে গেল হিসেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) তরফে ‘গুড বয়’ সার্টিফিকেট পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তারকা সাংসদের। তাহলে কি ঘাটালে ফের দেবকেই প্রার্থী করছে তৃণমূল? 

Advertisement

বুঝবার বিকেলে কালীঘাটের দলীয় বৈঠকে মমতা বলেন, “দেব (MP Actor Dev) একটা ভালো ছেলে। শিল্পী মানুষ। ও অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ।” ঘাটাল সাংগঠনিক জেলাকে উদ্দেশ্য করেই এরপর মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “কাদের জন্য দেব দাঁড়াতে চাইছে না। কেন এমন হবে? তোরা কি করছিস?” প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলে পূর্ব মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে ৮৩ হাজারেরও বেশি ভোটে জিতিয়েছিলেন প্রার্থী দেব। লোকসভা নির্বাচনের মার্কশিটে সেই ফলাফল অধরা রাখতেই এবারও মমতা যে টলিউড সুপারস্টারকেই প্রার্থী হিসেবে চাইছেন, তা এদিনের বৈঠকে পরিষ্কার হয়ে গেল।

ফাইল ছবি

মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেটে দেবের কী মতামত? এপ্রসঙ্গে তারকা সাংসদের মন্তব্য, “আমার কিছু বলার নেই। দল যা নির্দেশ দেবে তা আমি পালন করব।” উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে ঘাটাল থেকে আবারও প্রার্থী হয়ে জিতলে সাংসদ হিসেবে দেব ‘হ্যাট্রিক’ করবেন।

গত ডিসেম্বর মাসেই প্রধান ছবির প্রচারে গিয়ে দেব বলেছিলেন, বলছেন, “২০১৯ সালে ভেবেছিলাম দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বললে ভোটে লড়ব। এবার সেরকম কিছু ভাবতে পারছি না। ২০২৪-এ টিকিট পাব কি না, ভোটে লড়ব কি না এ নিয়ে এখনও ভাবার জায়গায় আসিনি। তবে আমার পরিবর্তে পূর্ণ সময়ের সাংসদ হলে কাজ ভালো হবে।” বুধবারের বৈঠকে দেবের প্রতি দিদির এই স্নেহাশীষ কি ফের ঘাটালে প্রার্থী হওয়ার জল্পনাতেই সিলমোহর বসালো?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার