সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। তবে করোনার সঙ্গে এবার দোসর ডেঙ্গুও।
কয়েক সপ্তাহ আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে পরশু রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, ১০৩ জ্বর তাঁর। রক্ত পরীক্ষা করা হলে রিপোর্টে ডেঙ্গুও ধরা পড়ে। তবে আপাতত, স্থিতিশিলীই রয়েছেন অভিনেতা। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর।
[আরও পড়ুন: ফের অভিনয়ে কপিল শর্মা, সাজিদের ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে কমেডিয়ানকে?]
সম্প্রতি ডব্লিউবিএফজের তরফ থেকে অভিনেতাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি অভিনেতার হাতে সে সম্মান তুলে দেওয়ার আয়োজনও করা হয়েছিল। তবে অভিনেতা আবারও অসুস্থ হয়ে পড়ায় নতুন করে এই সম্মান প্রর্দশন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
সাধারণত স্পটলাইট থেকে নিজেকে দূরেই রাখেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয়েছে।
[আরও পড়ুন: গোয়ার সৈকতে হলুদ বিকিনিতে উষ্ণতা ছড়ালেন নুসরত, চোখ কপালে নেটিজেনদের]