shono
Advertisement

Aparna Sen-এর নামে ডাকটিকিট? ‘ভুয়ো খবর’বলে ওড়ালেন অভিনেত্রী-পরিচালক

ডাকটিকিট প্রসঙ্গে আর কী বললেন অপর্ণা সেন?
Posted: 11:56 AM Aug 06, 2021Updated: 11:56 AM Aug 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় হঠাৎ করেই রটে গেল অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের নামে নাকি ডাকটিকিট প্রকাশ করতে চলেছে মোদী সরকার। এমনকী, শোনা গিয়েছিল আগামী ২৫ অক্টোবর নাকি এর আনুষ্ঠানিক ঘোষণাও করা হবে। এ খবর রটতেই রীতিমতো অবাক হয়েছিল সাধারণ মানুষ। যে অপর্ণা সেন বরাবরই গেরুয়া রাজনীতির বিরুদ্ধে কথা বলেন, মোদী সরকারের তীব্র প্রতিবাদ করেন, সেই অপর্ণা সেনের (Aparna Sen ) নামেই ডাকটিকিট!

Advertisement

খবর রটতেই সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে ফোনে যোগাযোগ করা হয় অপর্ণা সেনের সঙ্গে। তিনি জানান, ‘কেন যে এসব রটেছে আমার জানা নেই। এ সম্পর্কে আমি সত্যিই কিছু জানি না। আমি নিজে থেকেও এ ব্যাপারে কোনও মন্তব্য করিনি। আমার মতে এটা একেবারেই ভুয়ো খবর!’

[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় যৌন হেনস্তা শ্বশুরের! বিস্ফোরক অভিযোগ Yo Yo Honey Singh-এর স্ত্রীর]

প্রথম থেকেই নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে একেবারেই স্পষ্ট অপর্ণা সেন। কোনও ভনিতা ছাড়াই বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোদীর বিপরীতেই অবস্থান তাঁর। গত লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন ঘটনার প্রতিবাদে রাস্তাতেও নেমেছেন অপর্ণা সেন। সোশ্যাল মিডিয়াতেও নানা সময় নানা বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন অপর্ণা। তাও এই সম্মান! এ খবর শুনে সাধারণ মানুষের মতো অবাক হয়েছেন খোদ অপর্ণাও। তাঁর কথায়, ‘এ বিষয়টা জানতে পেরে আমিও খুব অবাক।’

২০১৫ সালে ‘সারি রাত’ (Saari Raat) এবং ২০১৭ সালে ‘সোনাটা’ (Sonata)। এই দুই ছবির পরে সম্প্রতি অপর্ণা সেন শেষ করেছেন তাঁর নতুন হিন্দি ছবি ‘দ্য রেপিস্ট’ (The Rapist) ছবির শুটিং। ছবিতে রয়েছেন কঙ্কনা সেন শর্মা (Konkona Sen Sharma) এবং অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)।

[আরও পড়ুন: ‘Sreemoyee’র বানানো সুপ খেয়ে এত শক্তি!’ ‘রোহিত সেন’-এর ছবি নিয়ে রসিকতা নেটপাড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement