shono
Advertisement

হাসপাতালে ভরতি কাঞ্চনা মৈত্র, কী হয়েছে অভিনেত্রীর?

হাসপাতাল থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
Posted: 11:37 AM Apr 08, 2023Updated: 02:51 PM Apr 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। নাকে ব্য়ান্ডেজ। হাতে স্যালাইন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এমন এক ছবি দিয়েছেন। যা দেখে অনুরাগীরা দুশ্চিন্তায়। কী হয়েছে কাঞ্চনার?

Advertisement

জানা গিয়েছে, বেশ কয়েক দিন আগে নাকে চোট পেয়েছিলেন কাঞ্চনা। সেখান থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল। যার ফলে হেমাটোমা হয়ে যায়। সেই কারণেই অস্ত্রোপচার করতে হয়। অপারেশনের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কাঞ্চনা লিখলেন, ‘অপারেশন ডান’।

[আরও পড়ুন: ‘রাজি থাকলে বিয়ে করতে পারি’, নাম না করে উর্বশীকে বিয়ের প্রস্তাব নাসিম শাহর!]

অভিনেত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরতে চান। এখন অনেকটাই শরীর ঠিক রয়েছে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন কাঞ্চনা। টেলিভিশনের পর্দায় জগদ্ধাত্রী সিরিয়ালে নায়িকার সৎমায়ের চরিত্রে দর্শক তাঁকে বেশ পছন্দ করেছে। এছাড়াও, টলিপাড়ায় বেশ পরিচিত মুখ কাঞ্চনা। যোগ দিয়েছিলেন রাজনীতিতেও। 

[আরও পড়ুন:শুটিং হয়েছিল ‘রাম সেতু’র, ভেঙে দেওয়া হল মুম্বইয়ের ‘অবৈধ’ স্টুডিও, উচ্ছ্বসিত বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement