সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার চেন্নাই সুপারকিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে যত না চর্চা হচ্ছে, তার চেয়ে বেশি চর্চা হচ্ছে ইডেন গার্ডেন্স স্টেডিয়াম নিয়ে। কারণ ক্রিকেটের নন্দন কানন এদিন ছিল হলুদে রঙে মোড়া। ধোনি নামের আবেগে বুঁদ ছিলেন প্রায় সকলে। এমন পরিস্থিতিতে KKR স্ট্যান্ডে ছিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তাতেই ধেয়ে এল তীক্ষ্ণ প্রশ্ন।
প্রায় তিন বছর পর ইডেনে পা রেখেই রাজত্ব করলেন ধোনি (MS Dhoni)। বলা ভাল ধোনির চেন্নাই। কনওয়ে, রাহানে, শিবম দুবেদের দুর্দান্ত ইনিংসে কেকেআরের সামনে তৈরি হল রানের পাহাড়। যে পাহাড়ের শিখর ছোঁয়া ছিল কার্যত অসম্ভব। তাই ঘরের মাঠেও যেন একেবারে ‘এক ঘরে’ হয়ে গেলেন নীতীশ রানারা।
[আরও পড়ুন: গরমকে টেক্কা দিতে সুইমিং পুলে ঋতুপর্ণা, ছবি দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের?]
ধোনি ধোনি রবের মধ্যেই কেকেআরকে সাপোর্ট করতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ঋতাভরী। জুহি চাওলার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, “ম্যাচ ডে! যাই বলুন না কেন আমার হৃদয়ে কেকেআরেরই রাজত্ব। হারা-জেতা তো থাকবে, কলকাতার রাজত্ব অক্ষুন্ন থাকবে।”
ঋতাভরীর এই পোস্টের কমেন্টবক্সেই লেখা হয়, “আরে স্টেডিয়ামে কলকাতার ফ্যানও ছিল?” জবাব দিয়ে অভিনেত্রী লেখেন, “আমি তা ভালভাবেই জানি! সবই ধোনির মহিমা। তিনি তো কিংবদন্তি।” এতেই আবার একজন লেখেন, “দিদি সবসময় কেকেআর।”
[আরও পড়ুন: সিঙ্গুরে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার! প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা]