shono
Advertisement

সোহিনীকে ছেড়ে টেলিপর্দার নায়িকার প্রেমে রণজয়! গুঞ্জনের উত্তর দিলেন অভিনেতা নিজেই

সংবাদ প্রতিদিন ডিজিটালে মুখ খুললেন রণজয়।
Posted: 11:13 AM Aug 29, 2023Updated: 05:20 PM Aug 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের এপ্রিল মাসে সংবাদ প্রতিদিন ডিজিটালই প্রথম জানিয়ে ছিল সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর সম্পর্কের ভাঙনের খবর। গত বছর ২৬ এপ্রিল মাঝরাতে সোহিনীর ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে দিয়েই গোটা টলিপাড়ার কাছে স্পষ্ট হয়েছিল সোহিনী ও রণজয়ের সম্পর্কের ভবিষ্যত। তারপর সময় এগিয়েছে। সোহিনী ও রণজয়ের মধ্য়ে মান-অভিমান পর্বও চলেছে বহুদিন। দু’জনের মধ্য়ে ব্যবধান থাকলেও, এক মায়ার সম্পর্কে জড়িয়ে ছিলেন দুজনে। তবে শেষমেশ সম্পর্ক আর টিকিয়ে রাখতে পারলেন না সোহিনী ও রণজয়। তিক্ততা বেড়ে যাওয়ার আগেই ব্রেকআপের সিদ্ধান্ত নিলেন তাঁরা।

Advertisement

এই ব্রেকআপের খবরের ঠিক এক বছর পেরিয়ে, নতুন খবর হল, পুরনো প্রেমকে ভুলে রণজয় নাকি নতুন প্রেমে পড়েছেন! টলিপাড়ার গুঞ্জন বলছে, ছোটপর্দার এক অভিনেত্রীর সঙ্গেই নাকি আজকাল প্রেম করছেন রণজয়।

এই বিষয়ে যোগাযোগ করা হলে, গুঞ্জন উড়িয়ে দিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে রণজয় জানালেন, ‘আমার সম্পর্ক নিয়ে কোনও কথা বলতে চাই না, কিন্তু আমার সঙ্গে অন্য কারও নাম জড়িয়ে যদি কোনও সম্পর্কের গুঞ্জনের মিথ্যাচার করা হয়, আমি সেটার প্রতিবাদ জানাচ্ছি এবং বিভিন্ন মিডিয়ায় যে ভাবে খবর করা হচ্ছে , তাতে আমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে।’

২০২২ সালে সোহিনীর ইনস্টাগ্রাম পোস্ট।

[আরও পড়ুন: ৪০০ কোটির ক্লাবে ‘গদর ২’, ছবি দেখতে গেলেন সানির ‘কাছের মানুষ’ ডিম্পল কাপাডিয়া]

 গুঞ্জনপাড়া বলছে সোহিনীও নাকি প্রেম করছেন! কার সঙ্গে? তা আপাতত ধোঁয়াশা! 

২০২২ সালে সোহিনীর ইনস্টাগ্রাম পোস্ট।

টলিউডের রিয়েল লাইফ মিষ্টি জুটির মধ্যে প্রথম সারিতেই রয়েছে সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর নাম। তাঁরা নিজেরাই জানিয়ে ছিলেন, নিজেদের লিভ ইন রিলেশনের কথা। এমনকী, গত বছর পুজোর সময় নানা পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে সোহিনী ও রণজয় সামনে এনেছিলেন তাঁদের বিয়ের প্ল্যানও। সেই সময় আগ বাড়িয়ে রণজয়ই জানিয়ে ছিলেন, দুম করেই একদিন বিয়ে সেরে ফেলবেন! লোকে বলছে, সম্পর্ক এতদূর এগিয়েও হঠাৎ ব্রেকআপ কেন? কেনই বা অন্য কারও সঙ্গে প্রেম? এসব প্রশ্নের উত্তরে সোহিনী স্পিকটি নট।

[আরও পড়ুন: ‘এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল’, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক রাখি সাওয়ান্ত]

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement