সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী জিয়া খানের মৃত্যু মামলায় আদালতে নির্দোষ প্রমাণ হওয়ার পর আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলির মুখের হাসি ছিল দেখার মতো। সব টেনশন কাটিয়ে সূরজ যেন আরও ঝকঝকে হয়ে উঠেছিল। আর তাই তো বাড়ির সামনে জড়ো হওয়া সাংবাদিকদের মিষ্টিও বিতরণ করলেন। তবে প্রথমে এই মামলা নিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে চাননি সূরজ। পরে অবশ্য তিনি বললেন, যন্ত্রণাদায়ক ১০টা বছর আমি কাটিয়েছি। আমার সঙ্গে রাত জেগেছে আমার পরিবার। কিন্তু আজ আমি জিতেছি। শুধু তা-ই নয়, আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেয়েছি। অনেক সাহস প্রয়োজন ছিল এই মুখটা নিয়ে আবার বিশ্বের সামনে দাঁড়ানোর। সেটা আমি পেরেছি।”
[আরও পড়ুন: ‘লড়ে যাব, আমার মেয়ে ন্যায় পাবেই!’ সূরজ ছাড়া পেতেই শপথ নিলেন জিয়া খানের মা]
২৫ বছরের জিয়ার দেহ জুহুর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ২০১৩ সালের ৩ জুন। ঘটনায় জিয়ার মা রাবিয়া খান মুম্বইয়ের আদালতে মামলা দায়ের করেছিলেন সূরজের বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল সেই অভিযোগের ভিত্তিতেই। যদিও জামিনে ছাড়া পান সূরজ, এর পর তদন্ত গড়িয়েছে ১০ বছর ধরে। এর মাঝে জিয়ার মা নানারকম চেষ্টা করে গিয়েছেন ন্যায় পাওয়ার জন্য। মাঝে আবার সলমন খানের হাত ধরে বলিউডে পা-ও রাখেন সূরজ পাঞ্চোলি।