সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিজেপিতে ‘বিদ্রোহের’ সুর। এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারকা নেত্রী রিমঝিম মিত্র (BJP leader Rimjhim Mitra)। অভিযোগের সুরে তিনি জানান, “দলের বহু গুরুত্বপূর্ণ বৈঠকের খবরই পাই না।” এমন পরিস্থিতি চলতে থাকলে দলে থাকবেন কি না তা তাঁকে ভাবতে বলেও জানান রিমঝিম।
২০১৯ সালের ২১ জুলাইয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন টলিউডের পরিচিত মুখ রিমঝিম মিত্র। গেরুয়া শিবিরের একাধিক সভামঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। তার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। সক্রিয় রাজনীতি করেও একুশের বিধানসভায় টিকিট পাননি তিনি। অথচ সদস্য দলে যোগ দেওয়া একাধিক নেতা-নেত্রী বিজেপির টিকিটে ভোটে লড়েছেন। কেউ জিতেছেন কেউ বা পরাজিত হয়েছেন। এর পর অভিমানে দল ছেড়েছেন বহু তারকা। কেউ কেউ আবার বিজেপিতে থেকেও তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন।
[আরও পড়ুন: Covid-19 Vaccination: আরও সহজ হচ্ছে টিকার স্লট বুকিং পদ্ধতি, নয়া পরিষেবা চালু কেন্দ্রের]
সম্প্রতি তৃণমূলের দাপুটে নেতা মদন মিত্রের (Madan Mitra) লাইভে দেখা গিয়েছে রিমঝিম মিত্র। তারপরই মঙ্গলবার হঠাৎই বেসুরো তিনি। এ প্রসঙ্গে বলে রাখা ভাল, রাখির দিন দলের তারকাদের নিয়ে বৈঠক সেরেছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু সেখানে গরহাজির ছিলেন রিমঝিম। তার পর থেকেই বাড়চিল জল্পনা। এ প্রসঙ্গে রিমঝিম বলেন, “দলের বিভিন্ন বিক্ষোভ, মিছিল কর্মসূচির খবর পাই। কিন্তু কোনও গুরুত্বপূর্ণ বৈঠকের খবর দেওয়া হয়নি। আমার অনেক বন্ধুরাই তৃণমূলে গিয়েছেন। সেরকম সুযোগ আমারও ছিল।” এর পরই তিনি বলেন, “এভাবে চলতে থাকলে আমাকে ভাবতে হবে।” তাঁর কথায়, “উপযুক্ত সম্মান না পাওয়ায় অনেকে বিজেপি ছেড়ে গিয়েছেন। টেকেন ফর গ্রান্টেড নেওয়ার ফল কী হতে পারে তা আমরা আগেই দেখেছি।”
[আরও পড়ুন: বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ ৫ শিক্ষিকার]
টলিউড নেত্রীর এহে বিদ্রোহী মনোভাব নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “বিজেপিতে কেউ অপরিহার্য নয়। কেন এঁরা দল ছাড়ছেন তা এঁদের ভেবে দেখা দরকার। শাসকের হাতছানি অনেকের কাছে গ্রহণীয় হলে তাঁদের ধরে রাখা যায় না।”