shono
Advertisement

‘গরিবরা কেমন আছো?’, হানি সিংয়ের দেওয়া খাঁটি সোনার কেক কেটে কটাক্ষের মুখে উর্বশী

এই কেকের দাম নাকি ৩ কোটি টাকা।
Posted: 11:12 AM Feb 26, 2024Updated: 04:56 PM Feb 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে সিনেমা থাক না থাক, সোশাল মিডিয়ায় সদা সক্রিয় উর্বশী রাওতেলা (Urvashi Rautela)। তাঁর কোনও না কোনও কাণ্ড নিয়ে চর্চা হতেই থাকে। এবার নিজের জন্মদিনে ২৪ ক্যারটের খাঁটি সোনার কেক কেটে খবরের শিরোনামে অভিনেত্রী। এই কেক আবার তাঁর জন্য এনেছিলেন ইও ইও হানি সিং (Yo Yo Honey Singh)। হানির এই ‘লাভ ডোজ’-এই আবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে উর্বশীকে।

Advertisement

ছবি: ইনস্টাগ্রাম

গত রবিবার ৩০ বছরে পা রাখলেন উর্বশী। আর তাতেই চমক দেন হানি সিং। সোনা খাঁটি সোনায় মোড়া কেন নিয়ে হাজির হয়ে যান নিজের ‘লাভ ডোজ ২’ মিউজিক ভিডিওর নায়িকার সামনে। শোনা গিয়েছে, কেকটির দাম প্রায় তিন কোটি টাকা। তাতেই ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়ে গিয়েছে। ‘গরিবরা কেমন আছো?’, এমন কথা লেখা GIF শেয়ার করা হয়েছে কমেন্ট বক্সে। প্রশ্ন করা হয়েছে, “কেকটা কাটার পর কী করলেন? কোথায় বিতরণ করলেন? “

[আরও পড়ুন: ফের প্রেম ভাঙল সলমনের! দুবাইয়ে ইউলিয়াকে এভাবে এড়ালেন? ভাইরাল ভিডিও ]

নিজের এই স্পেশাল বার্থ ডে সেলিব্রেশনের ভিডিও-ও শেয়ার করেছেন উর্বশী। তাতে আবার বড় কেকের পাশে রাখা ছোট কেক কোপাতে দেখা গিয়েছে হানি সিংকে। সেই ভিডিও দেখেও হাসিল রোল উঠেছে।  কেক কাটার এই স্টাইলকে ‘ইউনিক’ও বলা হয়েছে। 

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ (Singh Saab the Great) সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন। তার পরবর্তী কেরিয়ারে হিটের সংখ্যা খুব একটা নেই। কিন্তু সোশাল মিডিয়ার আলোচনায় উর্বশীর নাম থাকে। কখনও ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের জেরে, কখনও আবার হীরের মাস্ক পরার কারণে বা সারা শরীরের কাদা মাখার জন্য। এবার যত কাণ্ড কেক নিয়ে।  

[আরও পড়ুন: উফ গরম! ছেলের ব্র্যান্ডেড পোশাকের জন্য শার্টলেস শাহরুখ, ছবি দেখলে লাগবে ছ্যাঁকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement