সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: NDTV’র পর এবার IANS। আরও এক বড়সড় সংবাদসংস্থা অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী। সূত্রের খবর, IANS-এর সিংভাগ শেয়ার এখন আদানিদের দখলে। ফলে বকলমে ওই সংবাদসংস্থার নিয়ন্ত্রণও আদানি গোষ্ঠীরা হাতেই চলে গেল।
সূত্রের খবর, আদানিদের মিডিয়া কোম্পানি এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (AMG Media Networks Ltd) আইএএনএসের ৫০.৫০ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে। আইএএনএস অর্থাৎ ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস, এএনআই (ANI) এবং পিটিআইয়ের (PTI) মতো সংবাদসংস্থা। এরাও সচরাচর অন্যান্য সংবাদসংস্থাকে খবর সরবরাহ করে। এদের সদর দপ্তরও নয়াদিল্লিতে।
[আরও পড়ুন: বাইকে বসে ফেসবুক লাইভ! দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের]
এএমজি মিডিয়া নেটওয়ার্কস জানিয়েছে, তারা আইএএনএস এবং তাদের শেয়ার হোল্ডার সন্দীপ বামজাইয়ের সঙ্গে চুক্তি করেছে। গত আর্থিক বছরে আইএএনএসের রেভিনিউ ছিল ১১.৮৬ কোটি টাকা। এখন থেকে সংস্থার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পলিসি সবটাই ঠিক করবে আদানি গোষ্ঠী। বলতে গেলে এখন থেকে আইএএনএস হল আদানির মিডিয়া কোম্পানির একটি সাবসিডিয়ারি। এই নিয়ে তৃতীয় বড় সংবাদমাধ্যম অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী। তারা প্রথমে ডিজিটাল সংবাদমাধ্যম বিকিউ প্রাইম কিনেছিল। তারপর গত বছর তাঁরা NDTV’র সিংহভাগ শেয়ার অধিগ্রহণ করে।
[আরও পড়ুন: হার্দিক নাপসন্দ? মুম্বইয়ের মসনদ থেকে রোহিত সরতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট সূর্যর!]
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারতে সংবাদমাধ্যমও কি ক্রমশ বড় শিল্পগোষ্ঠীর ছাতার তলায় চলে যাচ্ছে। আদানিদের বিরোধী গোষ্ঠী আম্বানিরা সংবাদমাধ্যমের জগতে রীতিমতো মহীরুহ। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের মালিকানা রয়েছে তাদের হাতে। এবার ধীরে ধীরে সেদিকে পা বাড়াচ্ছে আদানি গোষ্ঠীও।