সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুম্বইয়ে বেপরোয়া গাড়ির তাণ্ডব। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ঘুমন্ত শিশুকে পিষে দিল গাড়ি। পুণের পোর্শেকাণ্ডের স্মৃতি উস্কে শনিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৯ বছর বয়সি এক তরুণকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভয়ংকর এই দুর্ঘটনা ঘটে মুম্বইয়ের ওয়াডালা এলাকায় আম্বেদকর কলেজের কাছে। ভিলে পার্লে এলাকার বাসিন্দা সন্দীপ গোলে নামে ওই তরুণ শনিবার রাতে এসইউভি গাড়ি চালিয়ে ফিরছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি তুলে দেয় ফুটপাতের উপর। সেই সময়ে বাবার সঙ্গে ফুটপাতের উপর বাবার সঙ্গে ঘুমচ্ছিল আয়ুষ লক্ষ্মণ নামে বছর চারেকের শিশুটি। গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবাও।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ি চালানোর সময় ওই তরুণ মদ্যপ অবস্থায় ছিলেন না। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অত রাতে অভিযুক্ত কোথা থেকে ফিরছিল বা কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, গত মে-তে পুণেয় দুই ইঞ্জিনিয়ারকে পোর্শে নিয়ে চাপা দেওয়ার অভিযোগ ওঠেছিল এক নাবালকের বিরুদ্ধে। সেই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক শোরগোল শুরু হয়। ঘটনায় প্রভাবশালী পরিবারের সন্তান অভিযুক্তকে আইনি জট থেকে রক্ষা করতে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল ওঠে। সেই ঘটনার পর এবার মুম্বইয়ে ফের গাড়িচাপার ঘটনা।