সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য তিন। স্বপ্নও তিন। এই থিমকে সামনে রেখেই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন করল জার্সি প্রস্তুতকারক সংস্থা ‘অ্যাডিডাস’ (Adidas)। বুধবার ‘অ্যাডিডাসে’র তরফে জার্সির পাশাপাশি ভারতীয় দলের জন্য একটি গানও প্রকাশ করা হয়েছে। সেই গানটি গেয়েছেন র্যাপার রফতার।
এমনিতে বিশ্বকাপে ভারতীয় দল (Indian Cricket Team) এখনকার জার্সির মতোই জার্সি পরে নামবে। তবে তাতে সামান্য দুটি বদল করা হয়েছে। ভারতীয় দল এখন যে জার্সি পরে খেলে তাতে তিনটি তারা রয়েছে। ১৯৮৩ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের জন্য দুটি তারা এবং আরেকটি তারা ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ের সম্মানার্থে। কিন্তু এবারে ঘরের মাঠে বিশ্বকাপে রোহিতদের জার্সিতে থাকবে দুটি তারা। দুবার এক দিনের বিশ্বকাপ জেতার দু’টি তারা রাখা হবে। টি-২০ বিশ্বকাপের তারা সরিয়ে দেওয়া হচ্ছে।
[আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপেও মোদি, জেনে নিন কীভাবে পাবেন প্রধানমন্ত্রীর বার্তা]
ভারতীয় দলের জার্সিতে আরেকটি ছোট্ট বদল করা হয়েছে। এখনকার জার্সিতে কাঁধের কাছে সাদা রঙের তিনটি লম্বা দাগ রয়েছে। বিশ্বকাপের জার্সিতে সাদা রঙের বদলে ভারতের জাতীয় পতাকার আদলে গেরুয়া, সাদা ও সবুজ রং করা হয়েছে। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে যে জার্সিতে রোহিতরা নামছেন, তাতে জাতীয়তাবাদের ছোঁয়া রাখা হচ্ছে।
[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]
অ্যাডিডাসের তরফে এই জার্সি প্রকাশের সঙ্গে সঙ্গে একটি থিম সংও প্রকাশ করা হয়েছে। গানটির নাম ‘৩ কা স্বপ্না’। গানটি গেয়েছেন জনপ্রিয় র্যাপার রাফতার। গানটির ভিডিও-তে রোহিত (Rohit Sharma), বিরাট, হার্দিক, জাদেজা-সহ ভারতীয় দলের তারকারা অভিনয় করেছেন।