সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ধর্ষণের অভিযোগ দায়ের হল অভিনেতা ও প্রযোজক আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে। এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁর নামে এফআইআর করল মুম্বইয়ের ভারসোভা থানার পুলিশ। অভিযুক্ত অভিনেতার নামে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৮, ৩৮৪, ৩৪১, ৩৪২, ৩২৩ ও ৫০ ধারায় মামলা দায়ের হয়েছে। কেস নম্বরটি হল-১৯৮/২০১৯।
[আরও পড়ুন- ইনস্টাগ্রামে অর্জুনকে প্রেম নিবেদন মালাইকার!]
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই অভিনেত্রী দাবি করেন, বেশ কয়েকবছর আগে তাঁকে বেশ কয়েকবার ধর্ষণ করেছে আদিত্য। এ বিষয়ে সম্প্রতি অভিযুক্ত অভিনেতার নামে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
অতীতেও এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন ওই অভিনেত্রী। তখন দাবি করেছিলেন, ১৭ বছর বয়সে প্রথম তাঁকে ধর্ষণ করে আদিত্য। এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু, আদিত্যকে শুধু হুঁশিয়ারি দিয়েই ছেড়ে দেওয়া হয়। ধর্ষণের মতো গুরুতর অপরাধের পরেও তাঁর নামে কোনও এফআইআর দায়ের করা হয়নি।
[আরও পড়ুন- লর্ডসের মাঠে ন্যাটওয়েস্ট সিরিজ জয় এবার বড়পর্দায়, ছবির নাম ‘দুসরা’]
এপ্রসঙ্গে পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে ১০ বছর আগে ঘটে যাওয়া ঘটনার প্রমাণ কীভাবে জোগাড় করা হবে তা নিয়ে আলোচনা চলছে। উপযুক্ত তথ্যপ্রমাণ না পাওয়া গেলে ধর্ষণের অভিযোগ প্রমাণ করা খুবই সমস্যার কাজ। তবে পুলিশের তরফ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে।
এদিকে বুধবারই আদিত্য পাঞ্চোলির দায়ের করা মানহানির মামলার প্রেক্ষিতে কঙ্গনা রানাউত ও তাঁর বোনের নামে সমন পাঠিয়েছে আন্ধেরি আদালত। আগামী ২৬ জুলাই এই মামলার শুনানিতে তাঁদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৭ সালে সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকার আদিত্য ও তাঁর স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন কঙ্গনা। তাঁর বোন রঙ্গোলিও এই দম্পতির নামে আপত্তিকর টুইট করেন বলে অভিযোগ। এরপরই তাঁদের নামে মানহানির মামলা দায়ের করেন আদিত্য ও তাঁর স্ত্রী জারিনা ওয়াহাব। তার ভিত্তিতে মোট চারটি আলাদা মামলায় সমন জারি করেছে আন্ধেরি আদালত।
The post ধর্ষণে অভিযুক্ত আদিত্য পাঞ্চোলি, এফআইআর দায়ের মুম্বই পুলিশের appeared first on Sangbad Pratidin.