shono
Advertisement

কেষ্টপুরে ভেজাল তেলের কারখানার হদিশ, গ্রেপ্তার ১

উদ্ধার বোতল, ফানেল-সহ ভেজাল তেল তৈরির সরঞ্জাম। The post কেষ্টপুরে ভেজাল তেলের কারখানার হদিশ, গ্রেপ্তার ১ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:05 PM Dec 06, 2018Updated: 05:05 PM Dec 06, 2018

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: দুধের পর, এবার শহরে ভেজাল নারকেল তেলের কারবারের পর্দাফাঁস। কেষ্টপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল নারকেল তেল, খালি বোতল, ফানেল ও নকল তেল তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ।

Advertisement

[ ক্যাম্পাসে বেহুঁশ অবস্থায় উদ্ধার মদ্যপ ছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শোরগোল]

বোতলে নামী সংস্থার স্টিকার লাগিয়ে দেদার বিকোচ্ছে ভেজাল নারকেল তেল। ঘটনার সত্যতা যাচাই করতে রীতিমতো গোয়েন্দা লাগিয়েছিল নামী ওই নারকেল তেল প্রস্তুতকারক সংস্থাটি। বেশ কয়েক দিন ধরে চলে তদন্ত। বুধবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন শ্যামল সাহা নামে ওই বেসরকারি গোয়েন্দা সংস্থার এক আধিকারিক। অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয় পুলিশ। সেদিন রাতেই কেষ্টপুরে প্রফুল্লকানন এলাকায় একটি কারখানায় অভিযান চালান বাগুইআটি থানার পুলিশ আধিকারিকরা। উদ্ধার হয় ১০০টি একশো মিলিগ্রামের নারকেল তেলের বোতল, তিনশোটি খালি বোতল, ফানেল এবং নকল তেল তৈরির সামগ্রী।ধরাও পড়ে একজন। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতের নাম কেষ্টকমল সরকার। কেষ্টপুরে ভেজাল নারকেল তেলের কারবারের মূলচক্রী সে। চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

শুধু নারকেল তেলই নয়, ইদানিং শহরে ভেজাল খাদ্যসামগ্রীর কারবারের রমরমা বেড়েছে। দিন কয়েক আগে শিয়ালদহে ভেজাল দুধ তৈরির কারখানায় হদিশ পাওয়া গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৈঠকখানা রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে বমাল তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতদের কাছে ৩২১ লিটার ভেজাল দুধ, ডিটারজেন্ট, অ্যারারুট, এমনকী, কেমিক্যালও পাওয়া গিয়েছিল। তারও আগে বড়বাজারে নকল গুঁড়ো দুধ তৈরির কারবারের পর্দাফাঁস করেছিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা।

[গলায় ‘সাপের ফণা’, যুবকের রক্ত নিতে অস্বীকার এসএসকেএম-র]

The post কেষ্টপুরে ভেজাল তেলের কারখানার হদিশ, গ্রেপ্তার ১ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement