shono
Advertisement

Breaking News

স্কুল তৈরির নামে ৯ লাখ টাকা আত্মসাৎ, মহিলাকে ঠকিয়ে ফেরার ব্যবসায়ী

কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলা। The post স্কুল তৈরির নামে ৯ লাখ টাকা আত্মসাৎ, মহিলাকে ঠকিয়ে ফেরার ব্যবসায়ী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:41 PM Dec 17, 2018Updated: 04:41 PM Dec 17, 2018

অর্ণব আইচ: বাচ্চাদের স্কুল তৈরি করার স্বপ্ন ছিল মহিলার। চেয়েছিলেন সেই স্কুলে শিশুরা নিজেদের মতো খেলবে, পড়বে। তাঁকে ‘সাহায্য’ করতে এগিয়ে আসেন পাটনার এক ব্যবসায়ী। একটি নামী স্কুলের ‘জুনিয়র’ শাখা খোলার নাম করেই মহিলার কাছ থেকে ৯ লাখ টাকা নিয়ে উধাও তিনি। কুন্দন কুমার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মহিলা দক্ষিণ কলকাতার কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

[অর্চনা পালংদার হত্যাকাণ্ডে গ্রেপ্তার হোটেল ম্যানেজার]

ধর্মতলা রোডের বাসিন্দা ওই মহিলার সঙ্গে কয়েক মাস আগেই পরিচয় হয় কুন্দন কুমার নামে ওই ব্যক্তির। বিহারের পাটনার বাসিন্দা তিনি। কুন্দন নামী ব্যবসায়ী বলে পরিচয় দেন। জানান, দক্ষিণ কলকাতার রাজডাঙা মেন রোডে রয়েছে তাঁর অফিস। কুন্দন মহিলার কাছে নিজেকে একটি ‘এডুকেশন ট্রাস্ট’-এর ম্যানেজিং ডিরেক্টর বলে পরিচয় দেন। মহিলা কুন্দনকে বলেন, তিনি একটি স্কুল তৈরি করতে ইচ্ছুক। কিন্তু বড় একটি স্কুল তৈরি করতে যে অনেক টাকার প্রয়োজন। কুন্দন তাঁকে ভাবতে বারণ করেন। বলেন, তিনি একটি নামি ব্র‌্যান্ডের স্কুলের জুনিয়র সেকশন তৈরি করতে চলেছেন। সেই স্কুলটি কসবায় রয়েছে। সেই স্কুলের নামে ‘জুনিয়র স্কুল’ তৈরি হলে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীও পাওয়া যাবে। কিন্তু সেই স্কুলের কাজ শুরুর জন্য টাকার প্রয়োজন। কুন্দনকে বিশ্বাস করে মহিলা কয়েক মাস আগে তাঁর হাতে ৯ লাখ টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পর কুন্দন যোগাযোগ বন্ধ করে দেন। কয়েক মাস পরে কোনওক্রমে কুন্দনের সঙ্গে যোগাযোগ করেন, এবং তাঁকে স্কুল তৈরির জন্য চাপ দেন। ওই ব্যবসায়ী জানান স্কুলের কাজ শুরু হয়েছে। কিন্তু মহিলা কিছুদিন পরেই বুঝতে পারেন স্কুলের কাজে কোনও অগ্রগতি নেই। এরপরই কুন্দনের কাছে টাকা ফেরত চান তিনি। কিন্তু সেই টাকা ফেরত না দিয়ে পাটনা রওনা দেন ওই ব্যবসায়ী। এরপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন ধর্মতলার ওই মহিলা।

[জেলে বন্দি গব্বর-রমেশকে টাকা পাঠাত কারা? তদন্তে গোয়েন্দারা]

এদিকে, অন্য একটি ঘটনায় ঋণের মাসিক টাকা তোলার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলে উধাও হল এজেন্ট। এই বিষয়ে একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

The post স্কুল তৈরির নামে ৯ লাখ টাকা আত্মসাৎ, মহিলাকে ঠকিয়ে ফেরার ব্যবসায়ী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement