shono
Advertisement

২৩ বছর জেল থেকে ফিরল বাবা, আনন্দে মৃত্যু ছেলের

মর্মান্তিক! The post ২৩ বছর জেল থেকে ফিরল বাবা, আনন্দে মৃত্যু ছেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 PM Jan 19, 2017Updated: 03:54 PM Jan 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মের পর থেকে বাবাকে তেমনভাবে কাছে পাননি সাজিদ। পাবেনই বা কেমন করে, তাঁর বয়স যখন চার, তখনই অপরাধের শাস্তি হিসাবে জেল হয়েছিল বাবা হাসানের। এরপর থেকে আর বাবার সঙ্গে সময় কাটানো হয়নি তেমনভাবে। কোনও সন্ধ্যা, কোনও বিকেল বা কোনও ছুটির দিনে বাবা হাসানকে সঙ্গে পাননি সাজিদ। আর তাই ২৩ বছর পর জেল থেকে বাবা ফিরে এলে খুশিতে আত্মহারা হয়ে গেলেন সাজিদ। এতই আনন্দ পেলেন বাবাকে দেখে, যে আনন্দের চোটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৪ বছরের যুবক। কোলাপুরের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

জানা গিয়েছে, সাজিদ মুম্বইয়ের এক ড্রাইভিং স্কুল চালাতেন। ঠিক করেছিলেন বাবা সংশোধনাগার থেকে ফিরেএলে বিয়ে করবেন। তেমনভাবেই সব পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। কিন্তু জেল থেকে হাসান মুক্তি পেলে খুবই উৎসাহিত হয়ে পড়েন সাজিদ। প্রথমটায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও পড়ে বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের তরফে জানানো হয়েছে, আচমকা খুব উত্তেজিত হয়ে ওঠায় এই দুর্ঘটনা ঘটে।

ভরা বাজারে রক্তের হোলি, গলা কেটে খুন দু’জনকে

The post ২৩ বছর জেল থেকে ফিরল বাবা, আনন্দে মৃত্যু ছেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement