shono
Advertisement

৯ ঘণ্টা পর উদ্ধার মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া শিশু

বাগমারি থেকে আটক করা হয় ওই সন্দেহভাজন মহিলাকে। The post ৯ ঘণ্টা পর উদ্ধার মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া শিশু appeared first on Sangbad Pratidin.
Posted: 09:40 PM Mar 14, 2017Updated: 04:10 PM Mar 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন’ঘণ্টা পর উদ্ধার হল মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া শিশু। সিসিটিভির ফুটেজ দেখে আটক করা হয়েছে সন্দেহভাজন ওই মহিলাকেও। বাগমারি থেকে আটক করা হয় ওই মহিলাকে। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার বাড়ির কাছেই শিশুটিরও বাড়ি। তবে এ বিষয়ে পুলিশ এখনও কোনও মন্তব্য করেনি।

Advertisement

মঙ্গলবার দুপুর থেকেই শিশু চুরির অভিযোগ ঘিরে তুলকালাম হয় কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর। অভিযোগ ওঠে, চেক আপের নাম করে পাঁচ দিনের ওই শিশুকে নিয়ে চম্পট দিয়েছে এক মহিলা। অন্যদিকে, বিকেলের পরই সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক সন্দেহভাজন মহিলার ছবি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। ঘটনা ঘিরে তোলপাড় হয় মহানগর। ওই মহিলার ছবি ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায়। এরপর রাত সাড়ে ৯টা নাগাদ বাগমারি থেকে আটক করা হয় তাকে। উদ্ধার করা হয় চুরি যাওয়া শিশুটিকে।

The post ৯ ঘণ্টা পর উদ্ধার মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া শিশু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement