shono
Advertisement

আতিক হত্যার দু’দিন পর ফের শুটআউট যোগীরাজ্যে, ভিড় রাস্তায় তরুণীকে গুলি করে খুন

'বিজেপির নেকড়েরা এই মৃত্যুও উদযাপন করবে?' প্রশ্ন বিরোধী আরজেডি'র।
Posted: 08:13 PM Apr 17, 2023Updated: 08:20 PM Apr 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরাফকে প্রকাশ্যে গুলি করে হত্যার দু’দিনের মধ্যে যোগীরাজ্যে ফের শুটআউট। এবার ভিড় রাস্তায় থানা থেকে মাত্র দুশো মিটার দূরত্বে গুলি করে মারা হল এক কলেজ ছাত্রীকে। খুনের পরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তরুণীর রক্তাক্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিরোধী দলগুলির পাশপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরাও। জনতার ক্ষোভের আগুনে রীতিমতো অস্বস্তিতে প্রশাসন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি জালাউন জেলার। নিহত তরুণী রোশনি আহিরওয়ার (২১) বিএ পড়ুয়া। রাম লখন প্যাটেল মহাবিদ্যালয়ে ছাত্রী। এদিন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় মোটরবাইকে চেপে আসে দুই দুষ্কৃতী। তারা তরুণীর পথ আটকায়। কিছু বোঝার আগেই মাথায় দেশি পিস্তল ঠেকিয়ে গুলি করে। নিমেষে মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। ঘটনাস্থলে ঘাতক অস্ত্র ফেলেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। উপস্থিত জনতা আততায়ীদের ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। নৃশংস হত্যার ঘটনা ঘটে সকাল ১১টা নাগাদ। ভিড় রাস্তায়। থানা থেকে মাত্র দুশো মিটার দূরে।

[আরও পড়ুন: শীর্ষ আদালতে স্বস্তি! আর্থিক তছরূপ মামলায় জামিন সাকেত গোখলের]

তরুণীর পরিবার রাজ আহিরওয়ার নামে এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। ইতিমধ্যে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাকে জেরা করে অন্য দুষ্কৃতীর খোঁজ করছে পুলিশ। এদিকে রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনায় মুখর হয়েছে। আতিক আহমেদ হত্যার দু’দিনের মাথায় ফের শুট আউটে একাধিক নেটিজেন রাজ্যের আইনশঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্য দিকে রাজ্যের অন্যতম বিরোধী দল আরজেডি (RJD) তরুণীর ভিডিও টুইটারে শেয়ার করে প্রশ্ন তুলেছে, “গোদি মিডিয়া এবং বিজেপির নেকড়েরা কি এই মৃত্যুও উদযাপন করবে?”
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement