shono
Advertisement

Breaking News

দিনমজুর মীরা জায়গা ছিনিয়ে নিল রাঁচির সেরা কলেজে

ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে এখন সামনে এগোচ্ছে কিশোরী! The post দিনমজুর মীরা জায়গা ছিনিয়ে নিল রাঁচির সেরা কলেজে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Jun 29, 2016Updated: 05:29 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স যখন মাত্র আট, তখন থেকেই পেটের টানে পথে নেমেছে মেয়ে৷ উদ্দেশ্য হল একটা কাজের সন্ধান৷ পাওয়া গেল কাজ৷ ছোট্ট মাথায় ইটের বোঝা চাপল৷ কিন্তু এরপরও ছোট্ট মীরার দু’চোখে বেঁচে রইল স্বপ্ন৷ আট বছর ধরে সংসারের খাতিরে ইট বয়ে চলা মেয়েটি অবশেষে রাঁচির নির্মলা কলেজ ফর গার্লস-এ পড়ার সুযোগ পেল৷ এই নির্মলা কলেজ ফর গার্লস রাঁচির অন্যতম ভাল শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি৷

Advertisement

১৬ বছরের মীরা খোয়া গত আট বছর ধরে ইট বয়ে গেলেও বর্তমানে জীবনের কঠিন পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে৷ মাত্র ১২ বছর বয়সেই বাবাকে হারিয়েছিল সে৷ এরপরই গোটা পরিবার চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে৷ সমস্যা মেটাতে কাজে নামে মীরার মা, দাদা এবং মীরা৷ শুরু হয় জীবনযুদ্ধ৷
কিন্তু এতকিছুর পরেও স্বপ্ন দেখা ছেড়ে দেয়নি ছোট্ট মেয়েটি৷ অতি কষ্টের মধ্যেও লেখাপড়া চালিয়ে গিয়েছে৷ দশম শ্রেণির পরীক্ষায় ভাল ফল করার পরেও ভবিষ্যৎ নিয়ে সংশয় কাটছিল না খোয়া পরিবারের এই কিশোরীর৷ কিন্তু এরপর কিছু দয়ালু ব্যক্তির আর্থিক সহায়তায় লেখাপড়া চালিয়ে যেতে সক্ষম হয় মীরা৷ আর তারই ফল হিসেবে রাঁচির অন্যতম ভাল শিক্ষা প্রতিষ্ঠানে নিজের জায়গা পাকা করে নিল সে৷
তার এই সাফল্যে স্বভাবতই খুশি তার পরিবার৷ পাশাপাশি মীরার কলেজের প্রধানশিক্ষিকা জ্যোতি কিসপোট্টা জানিয়েছেন, ‘মীরার এই সাফল্যে খুব খুশি৷ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গর্বিত যে মীরা আমাদের কলেজে পড়ছে| খুব খুশি হব যদি ও আগামী দিনেও খুব ভাল ফলাফল করে এবং নিজের স্বপ্নকে সত্যি করে৷”
ইট বয়ে দিনযাপন করা মেয়েটি আজ রাঁচির অন্যতম সফল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী৷ তার কেমন লাগছে? জানতে চাওয়া হলে মীরা জানায় ‘আমি খুব খুশি৷ সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা কঠিন সময়ে আমার পাশে ছিলেন৷ আমায় সাহায্য করেছিলেন৷’
ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে এখন সামনে এগোচ্ছে কিশোরী!

The post দিনমজুর মীরা জায়গা ছিনিয়ে নিল রাঁচির সেরা কলেজে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement