shono
Advertisement

সেলফি তুলে আত্মঘাতী তথ্যপ্রযুক্তি কর্মী, ছড়াল চাঞ্চল্য

আত্মহত্যার কারণ কী? The post সেলফি তুলে আত্মঘাতী তথ্যপ্রযুক্তি কর্মী, ছড়াল চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Feb 03, 2017Updated: 09:08 AM Feb 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন আগেই তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের মহিলা কর্মীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক তথ্যপ্রযুক্তি কর্মীর আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এল৷ বৃহস্পতিবার পুণের এক তথ্যপ্রযুক্তি কর্মী অভিষেক কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন৷ পুণেতে তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস-এ কর্মরত ছিল ২৩ বছরের অভিষেক৷

Advertisement

জানা গিয়েছে আত্মহত্যার আগে সেলফি তুলেছিল সে৷ যে বিছানার চাদরটি আত্মহত্যার সময় ব্যবহার করা হয়েছিল সেটা গলায় জড়িয়েই সেলফি তুলেছিলেন তিনি৷ পুলিশের তরফে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সকাল ১১.৩০ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে৷ অভিষেক কুমার কর্মসূত্রে পুণেতে থাকতেন৷ পুণের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি এবং তাঁর বন্ধুরা থাকতেন৷ ঘটনার দিন সকালে অভিষেক নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন৷ এরপরই তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ পুলিশ জানিয়েছে, তাঁর আদি বাড়ি উত্তরপ্রদেশে৷ সেখানেই থাকেন তাঁর পরিবারের সদস্যরা৷ তাঁদের খবর দেওয়া হয়েছে৷ আত্মহত্যার কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি৷ বিষয়টির তদন্ত করছে পুলিশ৷

(প্রেমিকাকে খুন করে ট্রাঙ্কে পুরে কংক্রিটের বেদি বানাল ‘উন্মাদ’ যুবক)

The post সেলফি তুলে আত্মঘাতী তথ্যপ্রযুক্তি কর্মী, ছড়াল চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement