shono
Advertisement

Breaking News

নতুন বছরেই বেনামি সম্পত্তির বিরুদ্ধে মোদির ‘সার্জিক্যাল স্ট্রাইক’

নোট বাতিল প্রক্রিয়া যুদ্ধের সূচনা মাত্র, অসাধুদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর৷ The post নতুন বছরেই বেনামি সম্পত্তির বিরুদ্ধে মোদির ‘সার্জিক্যাল স্ট্রাইক’ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:12 PM Dec 26, 2016Updated: 09:49 AM Dec 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে, বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভবিষ্যতে এই ব্যাপারে সরকার আরও কঠোর সিদ্ধান্ত নেবে বলেও জনিয়েছেন তিনি৷ রবিবার রেডিওতে বছর শেষের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, নতুন বছরে বেনামি সম্পত্তির বিরুদ্ধে কড়া আইন এনে নয়া পদক্ষেপ করবেন তিনি৷ আর এই নোট বাতিল সিদ্ধান্ত তারই সূত্রপাত মাত্র৷

Advertisement

পাশাপাশি, নোট বাতিল প্রক্রিয়ায় বারবার নিয়ম বদল প্রসঙ্গে তিনি বলেন, কালো টাকার কারবারিরা তাদের বেআইনি টাকা বাঁচাতে কী ফন্দি আঁটছে, তা বুঝেই নিয়ম বদল করা হচ্ছে৷ তবে সেক্ষেত্রে আম জনতার সুবিধা-অসুবিধার কথাও বিবেচনা করা হচ্ছে৷ এদিন প্রধানমন্ত্রী তাঁর রেডিও বার্তায় সবাইকে বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানান৷ তবে ২০১৭ কালো টাকার কারবারিদের মোটেই ভাল যাবে না বলেও এদিন সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷

মোদি এদিন জনসাধারণের উদ্দেশে বলেন, “আমি আপনাদের নিশ্চিত করছি এটাই শেষ নয়৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এটা আমাদের শুরু৷ আর কালো টাকা এবং দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জয় হবেই৷ লড়াই থামিয়ে দেওয়ার বা লড়াই থেকে পিছিয়ে আসার কোনও প্রশ্নই ওঠে না৷” কালো টাকা রোধে প্রধানমন্ত্রী ফের বেনামি সম্পত্তি আইন কার্যকর করার কথা বলেছেন৷ ১৯৮৮ সালের আইনটি এখনও কুলুঙ্গিতেই তোলা রয়েছে৷ ১৮ বছরেও তার রুলগুলি তৈরি হয়নি বা বিজ্ঞপ্তিও জারি হয়নি৷ নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে সংসদের শীতকালীন অধিবেশন পুরোটাই ব্যর্থ হয়েছে৷ তা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি৷ প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বিরোধীদের কোর্টে বল ঠেলে বলেন, “সরকার চেয়েছিল নোট বাতিল নিয়ে এবং পার্টি তহবিল নিয়ে সংসদে ভাল আলোচনা হোক এবং দুই কক্ষের কাজকর্মই সুষ্ঠুভাবে চলুক৷ কিছু লোক রটাচ্ছে যে, রাজনৈতিক দলগুলি নাকি সব ধরনের ছাড় ও অব্যাহতি পাবে৷ সেটি একেবারেই ভুল৷ কারণ আইনের চোখে সবাই সমান৷ রাজনৈতিক দলগুলিও আইন মেনে চলতে বাধ্য৷”

ক্যাশলেস অর্থনীতির পথ প্রশস্ত করতে প্রধানমন্ত্রী এদিন ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য দু’টি প্রকল্প–ডিজি ধন যোজনা এবং ডিজি ধন ব্যাপার যোজনার সূচনা করেন৷ ছোট শহর ও গ্রামে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে লটারির মাধ্যমে ক্যাশব্যাকের এই প্রকল্পটি ১৪ এপ্রিল পর্যন্ত চলবে৷

নোট বদল প্রক্রিয়ায় বারবার নিয়ম বদলের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই ব্যাপারে সরকার যথেষ্ট অনুভূতিশীল৷ নিয়ম বদলের সময় সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা চিন্তার মধ্যে রাখা হয় এবং সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, যাতে তাদের কোন কষ্টের মধ্যে পড়তে না হয়৷” তিনি বলেন, কালো টাকার কারবারিরা তাদের টাকা সাদা করতে রোজই নিত্যনতুন পদ্ধতি আবিষ্কার করছে, তাই সরকারকেও সেই নতুন রোগের মোকাবিলায় ‘অ্যান্টি-ডোট’ দিতে হচ্ছে৷ প্রধানমন্ত্রী বলেন, “প্রতিদিন নতুন নতুন লোককে হেফাজতে নেওয়া হচ্ছে৷ টাকার নোট বাজেয়াপ্ত হচ্ছে৷ তল্লাশি চালানো হচ্ছে৷ প্রভাবশালী ব্যক্তিরা গ্রেফতার হচ্ছে৷ গোপন তথ্য দিচ্ছে সাধারণ মানুষই৷”

The post নতুন বছরেই বেনামি সম্পত্তির বিরুদ্ধে মোদির ‘সার্জিক্যাল স্ট্রাইক’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement