-
- ফটো গ্যালারি
- After kks death anupam roy performed at kolkatas nazrul mancha
কেকে'র মৃত্যুর পর ফের নজরুল মঞ্চে অনুষ্ঠান, কড়া নিয়ম মেনে পারফর্ম করলেন অনুপম, দেখুন ছবি
এক বেসরকারি কলেজের পক্ষ থেকে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
Tap to expand
সংগীতশিল্পী কেকে'র আকস্মিক মৃত্যুর পর আলোচনার কেন্দ্রে নজরুল মঞ্চ। শুক্রবার সেখানেই আবার নিজের ব্যান্ডের সঙ্গে পারফর্ম করেন অনুপম রায়।
Tap to expand
এক বেসরকারি কলেজের পক্ষ থেকে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে গত ৩১ মে'র তুলনায় ভিন্ন ছবিই চোখে পড়ল।
Tap to expand
ভিড়ের ঠাসা নয়, শুক্রবার অডিটোরিয়ামে সিটে বসে অনুপমের অনুষ্ঠান দেখেন দর্শকরা।
Tap to expand
সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়েছিল এদিন। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য গ্রিনরুমে উপস্থিত ছিলেন চিকিৎসক।
Tap to expand
১৫ জন বাউন্সার এবং বেসরকারি সংস্থার রক্ষী ছাড়াও বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ৮০ জন স্বেচ্ছাসেবক ছিলেন নিরাপত্তা রক্ষার দায়িত্বে।
Published By: Suparna MajumderPosted: 09:28 PM Jun 03, 2022Updated: 09:52 PM Jun 03, 2022
এক বেসরকারি কলেজের পক্ষ থেকে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।