গৌতম ভট্টাচার্য: বিজেপি ছাড়ার দিনই যেন তৃণমূলে যোগদানের জল্পনা উসকে দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বৃহস্পতিবার টুইটারে গেরুয়া শিবির ত্যাগের কথা জানান অভিনেত্রী। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি তৃণমূলে (TMC) যোগ দেবেন শ্রাবন্তী? সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন না টলিউড তারকা।
একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। সেই সময় বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী (BJP Candidate) হিসেবে সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়েছিলেন তারকা। নানা কথার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের অনুরাগের কথাও জানিয়েছিলেন। ‘দিদির সঙ্গে সরাসরি কথা বলতে দেওয়া হয়নি’ বলে অভিমানও প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
[আরও পড়ুন: দাম্পত্যে ইতি, স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়]
বৃহস্পতিবার টুইটারে সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া সেই সাক্ষাৎকারের কথা স্মরণ করিয়ে দিয়েই শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি দিদির দলেই যোগ দিচ্ছেন? প্রশ্নের উত্তরে মিষ্টি হাসির ইমোজি দিয়ে অভিনেত্রী টুইটারে লেখেন, “সময়ই উত্তর দেবে।” আর নিজের এই জবাবের মাধ্যমেই ঘাসফুল শিবিরে যোগদানের জল্পনা সরাসরি উড়িয়ে দিলেন না শ্রাবন্তী।
এক সময় তৃণমূল (TMC) ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন শ্রাবন্তী। পরে বিজেপিতে যোগ দেন। বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন। শোনা যায়, তারপর থেকেই নাকি শ্রাবন্তীর সঙ্গে গেরুয়া শিবিরের দূরত্ব বাড়তে থাকে। এমন পরিস্থিতিতেই গত আগস্ট মাসে শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী আবার লেখেন, “আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি…এটা আমার জন্মদিনের সেরা উপহার…ধন্যবাদ দিদি।” এতেই তাঁর ফের তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার জল্পনা আরও জোরদার হয়। অভিনেত্রীর বৃহস্পতিবারের এই টুইট সেই জল্পনাকে আরও উসকে দিল।