shono
Advertisement
Haryana BJP

লোকসভায় ধাক্কা খেতেই শুরু 'খয়রাতি', বিনামূল্যে বাস পরিষেবা হরিয়ানার বিজেপি সরকারের

মাস চারেকের মধ্যেই হরিয়ানায় বিধানসভা ভোট।
Published By: Subhajit MandalPosted: 11:27 AM Jun 09, 2024Updated: 11:27 AM Jun 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে বিধানসভা ভোট। তার আগে হরিয়ানায় লোকসভায় অপ্রত্যাশিত ধাক্কা খেয়েছে বিজেপি। ১০ আসনের মধ্যে ৫ আসনে হারতে হয়েছে। শুধু তাই নয়, লোকসভায় ভোট শতাংশের নিরিখেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস (Congress)। বেগতিক বুঝে এবার সোজা খয়রাতির পথে হাঁটা শুরু করল সেরাজ্যের বিজেপি সরকার। এবার হরিয়ানায় বিনামূল্যে বাস পরিষেবা পাবেন গরিবরা।

Advertisement

হরিয়ানা সরকার শুক্রবার থেকে রাজ্যে ‘হ্যাপি কার্ড’ বিলি করতে শুরু করেছে। এই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ বছরে এক হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে সবার জন্য এই পরিষেবা নয়। শুধুমাত্র যেসব পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম, তাদের জন্য এই পরিষেবা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অন্ত্যোদয় পরিবার পরিবহণ যোজনা। প্রাথমিক ভাবে গুরুগ্রাম এবং সংলগ্ন এলাকায় কার্ড বিলি করা শুরু করেছে হরিয়ানা সরকার।

[আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার বলি কংগ্রেস কর্মী, তৃণমূলের বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ মালদহে]

এর আগে কর্নাটকের কংগ্রেস (Congress) সরকার এবং দিল্লির আপ সরকার এই ধরনের বাস পরিষেবা চালু করেছে। তবে দুই রাজ্যেই ওই পরিষেবা শুধু মহিলাদের জন্য। হরিয়ানা সরকার সব নাগরিককেই ওই পরিষেবা দেবে। মজার কথা হল, এতদিন এই ধরনের খয়রাতি নিয়ে সবচেয়ে বেশি আপত্তি ছিল বিজেপিরই। এবার তারাও এই একই পথে হাঁটছে।

[আরও পড়ুন: ৯ থেকে ১৫ জুন পর্যন্ত Horoscope: গৃহে সুখ-শান্তি থাকবে? না বিপদ বাড়বে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]

উল্লেখ্য, আগামী মাস চারেকের মধ্যেই হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে লোকসভায় (Lok Sabha 2024) কংগ্রেসের চমকপ্রদ উত্থান চাপে রাখছে গেরুয়া শিবিরকে। টানা ১০ বছর ক্ষমতায় থাকায় ওই রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠছে প্রতিষ্ঠান বিরোধিতা। সেটাকে রুখে দিতেই খয়রাতির পথে হাঁটছে গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হরিয়ানা সরকার শুক্রবার থেকে রাজ্যে ‘হ্যাপি কার্ড’ বিলি করতে শুরু করেছে।
  • এই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ বছরে এক হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
  • শুধুমাত্র যেসব পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম, তাদের জন্য এই পরিষেবা।
Advertisement