সুইমিং পুলের নীল জলে তৃণার জলকেলি, চালালেন নৌকা
সূর্যের আলোর উষ্ণতায় সুইমিং পুলের জলের শীতলতা বেশ উপভোগ করেছেন অভিনেত্রী। শেয়ার করেছেন একাধিক ছবি।
Tap to expand
নীল (অভিনেতা তথা তৃণার স্বামী নীল ভট্টাচার্য) আর নীল রং দুই-ই মনে হয় তৃণা সাহার বেশ প্রিয়। তাই তো এই রঙের টু-পিস পরেই নেমে পড়েছিলেন সুইমিং পুলের জলে।
Tap to expand
সূর্যের আলোর উষ্ণতায় সুইমিং পুলের জলের শীতলতা আর বান্ধবীদের সঙ্গ বেশ ভালোই উপভোগ করেছেন তৃণা। সুযোগ পেয়েই আবার চালিয়েছেন নৌকা।
Tap to expand
'খোকাবাবু' সিরিয়ালের তরী হয়ে বাংলা টেলিভিশনের যাত্রা শুরু করেছিলেন তৃণা। তার পর কখনও 'খড়কুটো'র গুনগুন হয়ে দর্শকদের মন জয় করেছেন, আবার কখনও হয়েছেন 'বালিঝোরা' সিরিয়ালের ঝোরা।
Tap to expand
২০২৩ সালে শুরু হওয়া 'লাভ বিয়ে আজকাল' সিরিয়ালে শ্রাবণের চরিত্রে দেখা যায় তৃণাকে। 'পাসওয়ার্ড', 'ডিটেক্টিভ', 'শ্রীমতী'র মতো ছবিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
Tap to expand
একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৃণা। ২০২৩ সালে 'পিলকুঞ্জ' সিরিজে তিনি হয়েছিলেন ডা. বিদিতা বাগ। 'গভীর জলের মাছ'-এ অভিনেত্রীকে দেখা যায় দিতির ভূমিকায়। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 03:20 PM Nov 15, 2024Updated: 03:22 PM Nov 15, 2024
সূর্যের আলোর উষ্ণতায় সুইমিং পুলের জলের শীতলতা বেশ উপভোগ করেছেন অভিনেত্রী। শেয়ার করেছেন একাধিক ছবি।