shono
Advertisement

হারল ‘লা লা ল্যান্ড’, বিভ্রান্তির মঞ্চে অস্কারে সেরা ‘মুনলাইট’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা আসলে ম্যাজিক। আর ম্যাজিকের কোনও নির্দিষ্ট ভাষা নেই। সারা পৃথিবীতেই সে ছড়িয়ে দিতে পারে তার মায়াজাল। সিনেমার ভাষা তাই বিশ্বজনীন, সার্বজনীন। সিনেমার সেলিব্রেশনের বৃহত্তম মঞ্চ অস্কারের আসরেই ভেসে উঠছিল কথাগুলো। বলছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেপ্রেমীরা। সিনেমার রকম, বিষয়ে পছন্দ আলাদা হতে পারে। কিন্তু এ এমন এক আন্তর্জাতিক উষ্ণতা, যে আঁচে গা […] The post হারল ‘লা লা ল্যান্ড’, বিভ্রান্তির মঞ্চে অস্কারে সেরা ‘মুনলাইট’ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:33 AM Feb 27, 2017Updated: 07:03 AM Feb 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা আসলে ম্যাজিক। আর ম্যাজিকের কোনও নির্দিষ্ট ভাষা নেই। সারা পৃথিবীতেই সে ছড়িয়ে দিতে পারে তার মায়াজাল। সিনেমার ভাষা তাই বিশ্বজনীন, সার্বজনীন। সিনেমার সেলিব্রেশনের বৃহত্তম মঞ্চ অস্কারের আসরেই ভেসে উঠছিল কথাগুলো। বলছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেপ্রেমীরা। সিনেমার রকম, বিষয়ে পছন্দ আলাদা হতে পারে। কিন্তু এ এমন এক আন্তর্জাতিক উষ্ণতা, যে আঁচে গা সেঁকে নিতে ভুল করেন না কেউই। হ্যাঁ, যাঁরা সিনেমা ভালবাসেন, যাঁরা মনে করেন সিনেমা সেই শিল্প যা বাণিজ্যের হাতে হাত রেখেই বৃহত্তর জনতাকে প্রভাবিত করতে পারে।

Advertisement

সিনেপ্রেমীদের কাছে তাই অস্কারের মঞ্চ চিরন্তন আকর্ষণের। সেই রেড কার্পেট, সেই অভিনেত্রীদের গাউন থেকে ঠিকরে পড়া আলো, সেই উচ্ছ্বাস, চোখের কোণে চিকচিক করে ওঠা জল-সবই চেনা ছবি। তবু কিছু মায়া যেন থেকে যায়। আর তাই এ মঞ্চ থেকে চোখ সরাতে পারেন না তাঁরা, যাঁরা সিনেমা ভালবাসেন।

অ্যান্ড দ্য অস্কার গোজ টু…

প্রত্যাশামতোই লা লা ল্যান্ড ঝড় তুলেছে অস্কারের আসরে। ঝুলিতে এসেছে ছ’টি অস্কার। যদিও সেরা ছবি নিয়ে দেখা দিল সামান্য ধন্দ। তবে সে সবের অবসানে সেরা ছবির তকমা ছিনিয়ে নিয়ে গেল মুনলাইট। সব মিলিয়ে অস্কার উঠল কাদের ঘরে, দেখে নেওয়া যাক।

সেরা ছবি- মুনলাইট

সেরা অভিনেত্রী- এমা স্টোন(লা লা ল্যান্ড)

সেরা অভিনেতা- ক্যাসে অ্যাফ্লেক (ম্যাঞ্চেস্টার বাই দ্য সি)

সেরা পরিচালক– ড্যামিয়েন চ্যাজেল (লা লা ল্যান্ড)

সেরা চিত্রনাট্য(অরিজিনাল)– কেনেথ লোনার গান (ম্যাঞ্চেস্টার বাই দ্য সি)

সেরা গান- সিটি অফ দ্য স্টারস (লা লা ল্যান্ড)

সেরা সিনেমাটোগ্রাফি- লিনাস স্যান্ডগ্রেন (লা লা ল্যান্ড)

সেরা সম্পাদনা- জন গিলবার্ট

সেরা সহ অভিনেতা- মাহেরশালা আলি (মুনলাইট)

সেরা সহ অভিনেত্রী- ভিওলা ডেভিস (ফেনসেস)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম – জুটোপিয়া

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম – পাইপার

সেরা বিদেশি ভাষার ছবি – দ্য সেলসম্যান (ইরান)

সেরা ভিজ্যুয়াল এফেক্ট – দ্য জঙ্গল বুক

সেরা তথ্যচিত্র (ফিচার) – ও. জি.:  মেড ইন আমেরিকা

সেরা তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট) – দ্য হোয়াইট হেলমেটস

যদিও অস্কারের আসরে স্বপ্নভঙ্গ হল ভারতের। দাগ কাটতে পারলেন না দেব প্যাটেল। অবশ্য গতবারের মতো এবারও রেড কার্পেটে গ্ল্যামার ছড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া।

The post হারল ‘লা লা ল্যান্ড’, বিভ্রান্তির মঞ্চে অস্কারে সেরা ‘মুনলাইট’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement