সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাঠা সংরক্ষণ ইস্যুতে পুড়ছে মহারাষ্ট্র (Maharashtra)। সোমবার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের (Prakash Solanke) বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পথঅবরোধ, রেলরোকো। এই অবস্থায় আন্দোলনের অন্যতম মুখ অনশনরত মনোজ জারাঙ্গে পাটিলের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)। তাঁর স্বাস্থ্যের খবর নেওয়ার পাশাপাশি সংরক্ষণের বিষয়ে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। এর পরেই অনশন তুলে নিলেন পাটিল।
সংরক্ষণ ইস্যুতে গতকাল দুই জেলা ছত্রপতি শিবাজি নগর এবং বিদে তিন বিধায়কের বাড়িতে হামলার পর আজ মন্ত্রিসভার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। ওই বৈঠকের ঘণ্টা খানেক আগে অনশনরত মনোজ জারাঙ্গে পাটিলের সঙ্গে ফোনে কথা বলেন শিণ্ডে। কুড়ি মিনিট কথা হয় উভয়ের মধ্যে। জানা গিয়েছে, পাটিলের স্বাস্থ্যের খবর নেওয়ার পাশাপাশি মারাঠা সংরক্ষণের বিষয়ে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: শিক্ষিকার প্রেমিকের হাতে খুন কিশোর! ‘অপহরণ’ বলে চালিয়েও গ্রেপ্তার অভিযুক্ত]
মুখ্যমন্ত্রীর অফিসে তরফে এক বিবৃতিতে জানানো হয়, মনোজকে মুখ্যমন্ত্রী বলেছেন, সন্দীপ শিণ্ডে কমিটির রিপোর্ট মন্ত্রিসভায় জমা পড়লেই মারাঠাদের বিশেষ শংসাপত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংরক্ষণের আইনি দিকটি সুরক্ষিত করতে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে বলেও জানানো হয়। পাশাপাশি পাটিল যেন তাঁর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, সে কথাও বলেন শিণ্ডে। মুখ্যমন্ত্রীর অনুরোধ মারাঠা সংরক্ষণ আন্দোলনের মুখ একগ্লাস জল পান করেন বলেও খবর।
[আরও পড়ুন: ফের রক্তাক্ত মণিপুর, জঙ্গিদের হাতে খুন পুলিশকর্মী]
যদিও মিডিয়া বিবৃতিতে সেকথা অস্বীকার করেছেন মনোজ জারাঙ্গে পাটিল। তাঁর দাবি, আগামী দুই দিন জল পান করবেন বটে, তবে এই সিদ্ধান্ত নিয়েছেন শিবাজির বংশধর শাহু মহারাজের অনুরোধে। পাশাপাশি পাটিল হুঁশিয়ারি দিয়েছেন, সমস্ত মারাঠিদের ওবিসি তালিকায় ‘কুনবি’ সার্টিফিকেট না দিলে দুদিন পর ফের অনশন শুরু করবেন। সব মিলিয়ে মারাঠা সংরক্ষণ ইস্যুতে টালামাটাল অবস্থা মহারাষ্ট্রে। বেজয়া অস্বস্তিতে বিজেপি-শিণ্ডেসেনা সরকার।