সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ‘সনাতন’ মন্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত। প্রতিবাদে সরব হয়েছেন গেরুয়া শিবিরের পাড়ার নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) পর্যন্ত। এর মধ্যেই ফের বিজেপিকে (BJP) “বিষাক্ত সাপ” বলে তোপ দাগলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। স্বভাবতই উদয়নিধির কটাক্ষে বেজায় চটেছে দক্ষিণের রাজ্যের বিজেপি নেতারা।
রবিবার ছিল ডিএমকে (DMK) বিধায়ক সভা রাজেন্দ্রনের বিবাহ অনুষ্ঠান। সেখানেই বিজেপি এবং রাজ্যের বিরোধী দল এআইএডিএমকের (AIADMK) বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন উদয়নিধি। তাঁর মতে এআইডিএমকে হল সেই আবর্জনা, যা বিজেপির মতো বিষাক্ত সাপকে আশ্রয় দেয়। উল্লেখ্য, একদিন আগেই ডিএমকে সাংসদ এ রাজা মোদিকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন।
[আরও পড়ুন: ‘বিদেশ যাচ্ছেন, টেনশন দিতে চাই না’, ‘গোপন চিঠি’ নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা রাজ্যপালের]
এদিন উদয়নিধি বলেন, “যদি আপনার বাড়িতে বিষাক্ত সাপ ঢুকে পড়ে, তবে সেটিকে বাইরে বের করে দিয়েই কাজ শেষ হয় না। কারণ সেটি বাড়ির কাছে আবর্জনায় লুকিয়ে থাকতে পারে। আশপাশের ঝোপঝাড় পরিস্কার না করলে সাপ ফের ঘরে ঢুকে পড়তে পারে।” এর পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, তামিলনাড়ু হল বাড়ি। বিষাক্ত সাপ হল বিজেপি। বাড়ির কাছে নোংরা হল এআইডিএমকে। উদয়নিধির সাফ কথা, “বিজেপির থেকে পরিত্রাণ পেতে এআইএডিএমকে-কেও খতম করতে হবে।”
[আরও পড়ুন: ‘গান্ধী পরিবার জালিয়াতির সর্দার, আপনার পদবি ছাড়ুন’, রাহুলকে পরামর্শ হিমন্তের]
শনিবার এ রাজা বলেছিলেন, “সবাই মোদি নামের সাপকে মারতে চায়। কিন্তু সাপের কামড়ের প্রতিষেধক কারও কাছে নেই। তারা সবাই লাঠি নিয়ে কাছে যায়, কিন্তু তারা সাপের কামড়ের ভয় পাচ্ছে। এর প্রতিকার কারও কাছে নেই।” এ রাজার এই মন্তব্যের তীব্র নিন্দা করছেন গেরুয়া নেতারা। উদয়নিধির মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।