সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে (Jammu and Kashmir) প্রযুক্তিগত ত্রুটিতে ভেঙে পড়েছিল সেনাবাহিনীতে ব্যবহৃত হওয়া ধ্রুব হেলিকপ্টার (Dhruv Helicopter)। তার পরই সারা দেশে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল সেনা। চার মাস পর শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যদিও চপারটির নিখুঁত পর্যবেক্ষণ এবং পরীক্ষানিরীক্ষার পর তাতে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে বলে বুধবার সেনা সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে ত্রুটি শুধরে নেওয়ার কাজ শুরু হয়েছে।
হালকা ওজনের আধুনিক বিমান হিসাবে খ্যাতি পাওয়া ধ্রুবের প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা হ্যাল। বর্তমানে ভারতীয় বায়ুসেনা, নৌসেনা এবং স্থলসেনার কাছে ৩২৫টি ধ্রুব হেলিকপ্টার রয়েছে। গত ৪ মে কাশ্মীরের কিশ্তওয়ারে ভেঙে পড়ে একটি চপার। ঘটনায় এক জন মারা যান, দু’জন আহত হন। তারও আগে মার্চ মাসে বায়ুসেনার ব্যবহৃত একটি ধ্রুব হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এর পরেই হেলিকপ্টারটি ব্যবহার সাময়িক ভাবে স্থগিত রাখে সেনা।
[আরও পড়ুন: ভোটের আগে ছত্তিশগড়ের বিবাদ মেটাল কংগ্রেস! উপমুখ্যমন্ত্রী হলেন ‘বাঘেল বিরোধী’ সিংদেও]
এনডিটিভির খবর, সেনা সূত্রে জানা গিয়েছে, সবগুলি কপ্টারের পরীক্ষানিরীক্ষা করেছেন বিশেষজ্ঞরা। এর পরই চপারটির নকশা এবং ধাতু সংক্রান্ত কিছু ত্রুটি ধরা পড়েছে। ইতিমধ্যে যা মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত তা সারিয়ে নিয়ে কাজে ফিরবে ধ্রুব। তবে কবে দেশীয় প্রযুক্তিতে তৈরি চপারটি আকাশে উড়বে তা এখনও অস্পষ্ট।