shono
Advertisement

দিন ফুরোচ্ছে ভিকি ডোনারদের!

এবার স্পার্ম ব্যাঙ্কেও রাশ টানতে উদ্যোগী হচ্ছে প্রশাসন৷ The post দিন ফুরোচ্ছে ভিকি ডোনারদের! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:51 AM Aug 29, 2016Updated: 07:33 PM Aug 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসায়িক কারণে গর্ভ ভাড়া দেওয়া, যার পোশাকি নাম সারোগেসি, তাতে নিয়ন্ত্রণ আনতে পাশ করা হয়েছে নয়া বিল৷ এবার স্পার্ম ব্যাঙ্কেও রাশ টানতে উদ্যোগী হচ্ছে প্রশাসন৷

Advertisement

সাম্প্রতিক অতীতে কৃত্রিমভাবে সন্তানধারণ বা অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজির মাধ্যমে সন্তান ধারণের হার বেড়েছে ব্যাপক হারে৷ জানা যাচ্ছে, এক্ষেত্রে দেশে প্রায় ৩,০০০ কোটি টাকার ব্যবসা হয়৷ বিভিন্ন ক্লিনিকগুলি রীতিমতো ব্যবসার জাল ছড়িয়েছে এ নিয়ে৷ গজিয়ে উঠেছে অসংখ্য স্পার্ম ব্যাঙ্ক৷ এবার এই অসাধু ব্যবসায়ে রাশ টানতে উদ্যোগী হচ্ছে প্রশাসন৷ ব্যবসায়িক স্বার্থে স্পার্ম ডোনেট বা ভ্রুণ প্রতিস্থাপনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন আরোপ করা হতে পারে৷ সারোগেসি বিলের ক্ষেত্রে নয়া নিয়মে যেমন কেবল ঘনিষ্ঠ আত্মীয়রাই সারোগেট মাদার হতে পারবেন, সেরকমই কিছু নিয়ম চালু হতে পারে স্পার্ম ডোনেশনের ক্ষেত্রেও৷ কৃত্রিম সন্তানধারণের এই ব্যবসা যেভাবে প্রশাসনের নজর এড়িয়ে মাশরুমের মতো বেড়ে উঠছে তা নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে৷ দেশের স্বাস্থ্য গবেষণার সেক্রেটারি ডাঃ সৌম্য স্বামীনাথন জানান, ‘যেভাবে এই ক্লিনিকগুলির রমরমা বেড়েছে তাতে নিয়ন্ত্রণ আবশ্যক হয়ে পড়েছে৷ আমরা সেই পথেই হাঁটছি৷’

The post দিন ফুরোচ্ছে ভিকি ডোনারদের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement