shono
Advertisement

তিন বছর পর পরিচালনায় অপর্ণা সেন, ধর্ষণে নির্যাতিতাদের যন্ত্রণা তাঁর চিত্রনাট্যে

ধর্ষণের পরও চুপ কেন নির্যাতিতারা, প্রশ্ন অর্পণা সেনের।
Posted: 06:16 PM Feb 07, 2021Updated: 06:26 PM Feb 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ধর্ষণ, শ্লীলতাহানি সমাজের বুকে কঠিন ব্যাধি। পুলিশ আছে, প্রশাসন আছে কিন্তু অভিযোগ জানানোর মতো সাহসটুকু নেই একজন নির্যাতিতার। অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হয় তাকে। কেন একজন নির্যাতিতা সামনে এসে বিচারের দাবি করতে ভয় পায়?  কেন একজন নির্যাতিতাকে লজ্জায় মুখ ঢেকে থাকতে হয়?  সোজাসাপটা সেই প্রশ্নের উত্তর খুঁজবেন পরিচালক অপর্ণা সেন। তিন বছর পর আবার ছবি পরিচালনায় তিনি। ছবির নাম ‘দ্য রেপিস্ট’।

Advertisement

মুখ্য চরিত্রে কঙ্কনা সেনশর্মা ও অর্জুন রামপাল (Arjun Rampal)। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শুটিং। এর আগে কঙ্কনা (Kankana Sen Sharma) ও অর্জুন রামপালকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৩ সালে বিনোদ মিত্র পরিচালিত ‘মেরিডিয়ান লাইনস’-এ। আট বছর পর ফের একসঙ্গে জুটি বাঁধছেন তাঁরা।

[আরও পড়ুন: পর্ন ভিডিও শুটিং ও আপলোড করার অভিযোগে গ্রেপ্তার ‘গন্দি বাত’ খ্যাত অভিনেত্রী]

বরাবরই সমাজের নানা অস্থির সময়, ঘটনাকে নিজের ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। স্পষ্ট বক্তা হিসাবে নিজের মতামত সামনে রাখতে পিছপা হননি কখনও। যা পরতে পরতে ধরা পরে তাঁর ছবির চিত্রনাট্যেও। ‘পরমা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘থার্টি সিক্স চৌরঙ্গি লেন’-র মতো ছবি যার বড় প্রমাণ।

[আরও পড়ুন: নেটফ্লিক্সে দেখা যাবে ইরফানের ডুব, নস্ট্যালজিয়ায় ভাসলেন ফ্যানেরা ]

বাংলার পাশাপাশি হিন্দি ছবিও পরিচালনা করেছেন অভিনেত্রী অপর্ণা সেন। ২০১৫ সালে ‘সারি রাত’, ২০১৭ সালে ‘সোনাটা’, এবার ‘দ্য রেপিস্ট’। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যখন একটি পরিবারে একজন মেয়ে ধর্ষণের মত ঘটনার স্বীকার হন, তখন পরিবারের চাপে অথবা চক্ষুলজ্জার কাছে হার মানে। এখন সময় বদলেছে। নারীদের জন্য আইন আরও কঠোর হয়েছে। এখন এই ধরনের ঘটনায় কড়া শাস্তি নজির তৈরি করছে। নারী সত্ত্বার সেই শক্তিকেই এবার ছবির পর্দায় তুলে ধরবেন পরিচালক অপর্ণা সেন। অন্যদিকে, অর্জুন রামপাল বর্তমানে ব্যস্ত আছেন ‘ধকড়’ ছবির শুটিং-এ। তাঁর বিপরীতে রয়েছেন কঙ্গনা রানাউত। পাশাপাশি কঙ্কনা সেনশর্মাকে দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘মুম্বই ডায়ারিজ ২৬/১১’-এ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement