সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই ক্রিকেটে ‘সফ্ট সিগন্যাল’ নিয়মের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের আবেদনের পরই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। জানিয়ে দেওয়া হল, চলতি বছর আইপিএলে ‘সফ্ট সিগন্যাল’-এর কোনও নিয়ম থাকবে না। থার্ড আম্পায়ারই যাবতীয় সিদ্ধান্ত নিতে পারবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সময়ই সফ্ট সিগন্যাল নিয়ে প্রশ্ন তোলেন ক্ষুব্ধ কোহলি। সূর্যকুমার যাদবকে ক্যাচ আউট দেন ফিল্ড আম্পায়ার। কিন্তু রিপ্লে ভিডিও দেখে মনে হয়েছিল, বলটি মাটিতে ড্রপ খেয়ে মালানের হাতে পৌঁছায়। তবে সফ্ট সিগন্যালের গেড়োয় ‘উপযুক্ত প্রমাণে’র অভাবে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তেই সিলমোহর দেন থার্ড আম্পায়ার। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন কোহলি (Virat Kohli)। এবার তাই আসন্ন আইপিএলে নিয়মে বদল ঘটানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, বিসিসিআই সূত্র জানিয়েছে, ৯ এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএলে সফ্ট সিগন্যালের কোনও ভূমিকা থাকবে না।
[আরও পড়ুন: ৪ বছর পর রেকর্ডের হাতছানি ভারতের সামনে, প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা]
বোর্ডের কথায়, অনেক সময় সফ্ট সিগন্যালের কারণে অকারণ ধোঁয়াশা তৈরি হয়। যাতে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হয়ে থাকে। কোনও ধন্দ থাকলে ফিল্ড আম্পায়ার সোজাসুজি থার্ড আম্পায়ারের সাহায্য নেবে। অতীত নিয়মটিই অনেক সহজ ও পরিষ্কার।
সাধারণত কোনও আউট দেওয়ার পর বিতর্ক তৈরি হলে ফিল্ড আম্পায়ার সফ্ট সিগন্যাল দেন থার্ড আম্পায়ারকে। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন। কিন্তু সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সমস্যা হয়। আইপিএলের মতো ছোট ফরম্যাটে এ ধরনের বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আম্পায়ারের একটি সিদ্ধান্ত গোটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই নিয়মে আরও স্বচ্ছতা আনার দাবি জানিয়েছিলেন কোহলি। তাঁর আবেদনে সাড়া দিয়েই এই জটিল নিয়ম বদলে পুরনো ধারায় ফিরছে বিসিসিআই। এমন খবরে নিঃসন্দেহে মুখের হাসি চওড়া হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেনের।