সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার (Akshay Kumar) তাও আবার গুটখার বিজ্ঞাপনে! দেখেই গতবছর ভ্রু কুঁচকেছিলেন অনুরাগীরা। বিজ্ঞাপন ভাইরাল হতেই অনুরাগীদের অসন্তোষ ক্রমশ বেড়ে গিয়েছিল। বিতর্কের মুখে পড়ে বাধ্য হয়ে ক্ষমা চেয়ে অক্ষয় প্রতিশ্রুতি দিয়েছিলেন, “আমার অনুরাগীরা মোটেই আমাকে পানমশলার বিজ্ঞাপনে দেখে খুশি নন। আমি আর কোনও দিন গুটখার বিজ্ঞাপন করব না।” কিন্তু সেই ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই আবারও সেই একই কাজ করে বসলেন বলিউড খিলাড়ি। এবারও ছেড়ে কথা বললেন না ভক্তরা।
জনপ্রিয় পানমশলা ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপনের জন্য আবারও শাহরুখ, অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। সেই বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গেল, অক্ষয়ের বাড়ির নিচে গাড়িতে বসে চেঁচামেচি করে ডাকছেন অজয় ও কিং খান। এদিকে কানে হেডফোন গুঁজে খিলাড়ি গান শুনতে ব্যস্ত। শেষমেশ পানমশলার প্যাকেট খুলতেই সেই সুবাসে ধ্যান ভাঙে অক্ষয় কুমারের। এমন মজার ভিডিওতে বলিউডের তিন তারকাকে একসঙ্গে দেখেও খুশি নন অনুরাগীরা। তাঁদের দাবি, “কেন সুপারস্টার হয়ে গুটখার বিজ্ঞাপন করছেন? নবীন প্রজন্ম কী শিখবে?” কথা না রাখার জন্য এবারও সমালোচনার শিকার হতে হল অক্ষয়কে। প্রশ্ন তুলেছেন বলিউড খিলাড়ির নৈতিকতা নিয়ে।
[আরও পড়ুন: ‘ভদ্রভাবে বলছি, সরে যাও! নইলে…’, মেজাজ হারালেন তাপসী পান্নু, জুটল ‘বদমেজাজি’ তকমা]
প্রসঙ্গত, সংশ্লিষ্ট ব্র্যান্ডের পানমশলার অ্যাম্বাসাডর হিসেবে অজয় দেবগন যেন ভালোবাসা পেয়েছেন, তেমন কৌতূকের শিকারও হয়েছেন। আর তার ঠিক পরেই শাহরুখ জুড়েছিলেন এই বিজ্ঞাপনের সঙ্গে। গতবছর অক্ষয় কুমারও এই পানমশলা ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়ে যান। যিনি নিজে ধূমপানের বিরুদ্ধে, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নিয়ে সচেতনতার পাঠ দেন সিনেমার মধ্য দিয়ে, সেই ব্যক্তিই কিনা গুটখার বিজ্ঞাপনে! একেবারেই মেনে নিতে পারছেন না অনুরাগীমহল। কটাক্ষ করে কেউ বললেন, ‘হিরোগিরি ফু ফু করলেই যেমন হয় না, তেমন পানমশলা চিবোলেও হয় না।’ কারও প্রশ্ন, ‘গতবার বিতর্কে পড়েও শিক্ষা হয়নি! আবারও গুটখার বিজ্ঞাপন?’ কারও কটাক্ষ, ‘নিজের কথা রাখতে পারেন না!’