অর্ণব আইচ: ৭ দিনের ব্যবধানে ফের শিক্ষাসচিব মণীশ জৈনকে (Manish Jain) তলব। আগামী শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অনেক নথি তাঁর কাছে মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় গোটা বাংলা। প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক জেলবন্দি। তাঁদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূ্র্ণ তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই তলব করা হয়েছিল শিক্ষাসচিব মণীশ জৈনকে। গত ১৫ জুন টানা ছ’ঘণ্টা তাঁকে জেরা করা হয়। তার ঠিক এক সপ্তাহের ব্যবধানে ফের তাঁকে তলব করল সিবিআই। আগামী শুক্রবার অর্থাৎ ২৩ তারিখ তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে। শোনা যাচ্ছে, মণীশ জৈনকে জেরা করে পাওয়া তথ্যে খুশি নন তদন্তকারীরা।
[আরও পড়ুন: উপহার ফেরত নেওয়ার অছিলায় প্রাক্তন প্রেমিকাকে কোপাল যুবক! তরুণীকে বাঁচালেন সার্জেন্ট]
প্রসঙ্গত, এর আগে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে নিজাম প্যালেসে যান রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। সেই সময় জানা গিয়েছিল, নিয়োগ সংক্রান্ত একাধিক কাগজপত্রে মণীশ জৈনের সই রয়েছে।