shono
Advertisement

Breaking News

TMC নেতাদের জামাকাপড় খুলে দেবে পাবলিক! দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক

মন্তব্যের জেরে কটাক্ষের শিকার দিলীপ ঘোষ।
Posted: 04:33 PM Dec 25, 2022Updated: 04:33 PM Dec 25, 2022

অর্ক দে, বর্ধমান: নিজের মন্তব্যের জন্য বরাবরই বিতর্কে জড়ান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এবার বললেন, “তৃণমূল নেতাদের কলার ধরতে শুরু করেছে পাবলিক। এরপর জামাকাপড় খুলে দেবে।” মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতারা।

Advertisement

রবিবার বর্ধমানে ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকেই একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। সেখানেই উঠে আসে আবাস-যোজনা-সহ একাধিক ইস্যু। তৃণমূল নেতাদের বিররুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন তিনি।  আইএসএফ-বিজেপি কর্মীদের উপর হামলা প্রসঙ্গে বলেন, “এভাবে আমাদের চুপ করালেও পাবলিককে থামামে কী করে। পাবলিক ইতিমধ্যেই কলার ধরতে শুরু করেছে। এরপর জামা প্যান্ট খুলে দেবে। খেঁজুর গাছে বেঁধে রেখে মারবে।” বিজেপি নেতার এই মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক।

[আরও পড়ুন: নন্দীগ্রামের পিছিয়ে থাকা এলাকার সমবায় সমিতিতে ১২-০ ব্যবধানে জয়, ভেটুরিয়ার ফল তাতাচ্ছে তৃণমূলকে]

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojona) নিয়ে দুর্নীতির অভিযোগ উঠতেই নবান্নে(Nabanna) জেলাশাসকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। প্রকল্পের সুবিধা কারা পাবেন, তা নিয়ে নির্দিষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যসচিব। তাঁরা স্পষ্ট নির্দেশ, পাকা বাড়ি যাঁদের রয়েছে, তাঁরা কোনওভাবেই আবাস যোজনার বাড়ি পাবে না। যদি তাঁদের কারও প্রাপকের তালিকায় উঠে থাকে, তা দ্রুত বাতিল করতে হবে। কোনও প্রভাবশালী তত্ত্ব খাটবে না।

[আরও পড়ুন: মেয়ের জন্মদিনে দেরিতে ফেরা নিয়ে অশান্তি, লাভপুরে স্বামীকে শিক্ষা দিতে এ কী করলেন বধূ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement