shono
Advertisement

ফের কলকাতায় অঙ্গদান, গ্রিন করিডরে বাইপাসের হাসপাতালে পৌঁছল লিভার

শনিবার রাতে এসএসকেএমে মৃত্যু হয় ওই যুবকের। The post ফের কলকাতায় অঙ্গদান, গ্রিন করিডরে বাইপাসের হাসপাতালে পৌঁছল লিভার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 AM Jan 13, 2020Updated: 09:31 AM Jan 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অঙ্গদানের নজির শহরে। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা স্বপন হাজরার হার্ট, কিডনি ও লিভারে প্রাণ ফিরে পাবেন মুমুর্ষ রোগীরা। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে শেষ হয়েছে অস্ত্রোপচার। শুরু হয়েছে প্রতিস্থাপনের প্রক্রিয়াও।

Advertisement

পূর্ব মেদিনীপুরের বাসিন্দা স্বপন হাজরা। গত বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় এসএসকেএমে। সেখানেই শুরু হয় চিকিৎসা। কিন্তু প্রথমে চিকিৎসায় সারা দিয়েও দ্রুতই অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর শনিবার রাতে মৃত্যু হয় ওই যুবকের। মৃত্যুর খব পাওয়ার পরই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন অঙ্গদানের। সেই মতোই শুরু হয় গোটা প্রক্রিয়া। এগিয়ে আসে হাসপাতাল। রবিবার রাত ১ টায় এসএসকেএম হাসপাতালে শুরু হয় অস্ত্রোপচার। প্রথমে মৃতের হার্ট পাঠানো হয় ওই হাসপাতালেরই অন্য বিভাগে। এর প্রায় ৪০টি মিনিট পর স্বপনবাবুর কিডনি দুটিও পাঠানো হয় ওই হাসপাতালের অপর একটি বিভাগে। এরপর মৃতের লিভার গ্রিন করিডর করে মা উড়ালপুল দিয়ে পাঠানো হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হবে স্বপনবাবুর লিভার। 

[আরও পড়ুন: গঙ্গাসাগরের ইতিহাসে প্রথম, এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় পাঠানো হল দুই রোগীকে]

তবে মৃতের অঙ্গগুলি কাদের শরীরে প্রতিস্থাপিত হচ্ছে সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। প্রতিস্থাপনের প্রক্রিয়া শেষ হয়েছে কি না সে বিষয়টিও এখনও জানা যায়নি। প্রসঙ্গত, শহরে অঙ্গদানের ঘটনা এই প্রথম নয়। এর আগেও শহরের বুকে মৃতের অঙ্গে নবজীবন পেয়েছেন অনেকেই। 

The post ফের কলকাতায় অঙ্গদান, গ্রিন করিডরে বাইপাসের হাসপাতালে পৌঁছল লিভার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement