ক্ষীরোদ ভট্টাচার্য: বুধবার রাতে ফের উত্তাল হল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। 'থ্রেট কালচারে' অন্যতম অভিযুক্তদের ঘিরে উঠল চোর-চোর স্লোগান। মারধর, পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে থ্রেট কালচার-সহ প্রায় ৩৬০টি অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ৫৯ জনের বিরুদ্ধে। অভিযোগগুলির মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, ব্যাগ থেকে টাকা পয়সা চুরি, অধ্যাপকদের হুমকির মতো অপরাধ। অভিযোগের পাহাড় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন ১২ জনকে ডেকেছিল তদন্ত কমিটি। তাদের মধ্যে ছিলেন ঠ্আশিস পাণ্ডে, সৌরভ পালরা। তাঁদের লিখিতভাবে নিজেদের বয়ান জানাতে বলা হয়। সেই বয়ান জমা দিতে ঢোকার সময়ই চোর স্লোগান ওঠে।
অভিযোগ, অভিযুক্তদের ঘিরে স্লোগান দেওয়ার পাশাপাশি মারধর করা হয়।জামাও ছিড়ে দেওয়া হয়। পরিস্থিতির অবনতি হতেই আসরে নামে সিআইএসএফ। আশিস-সৌরভদের গাড়িতে তুলে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও আন্দোলনকারীদের দাবি, তাঁরা মারধর করেনি। বরং অভিযুক্তরাই নিজেদের জামা ছিঁড়ে নাটক করছে। সবমিলিয়ে এদিন রাতে ফের উত্তাল হল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল।