shono
Advertisement

এশিয়া কাপ ফাইনালের আগে আগরকরের সঙ্গে ম্যারাথন বৈঠকে দ্রাবিড়-রোহিত! কী নিয়ে কথা?

আজ দলে কারা?
Posted: 01:48 PM Sep 17, 2023Updated: 01:48 PM Sep 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ ফাইনালের আগের রাতে ভারতীয় ক্রিকেটের মাথারা হঠাৎ বসে গেলেন জরুরি বৈঠকে। বলা ভাল আপাৎকালীন বৈঠকে। যাতে ছিলেন কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), জাতীয় নির্বাচকপ্রধান অজিত আগরকর, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামরে, ফিল্ডিং কোচ টি দিলীপ।

Advertisement

জানা গিয়েছে, কলম্বোর এক রেস্তরাঁয় ওই বৈঠক হয়েছে। প্রায় ঘণ্টা তিনেক নিজেদের মধ্যে কথা বলেছে টিম ম্যানেজমেন্ট। তার পর আবার ঘণ্টাখানেক আলাদা করে কথা বলেন দ্রাবিড়, আগরকর এবং রোহিত। মেগা ফাইনালের আগে হঠাৎ কী নিয়ে এই জরুরি বৈঠক? মনে করা হচ্ছে ভারতীয় দলে হঠাৎ চোটের জন্য যে ‘জরুরি অবস্থা’র সৃষ্টি হয়েছে, সেটা নিয়েই আলোচনা হয়েহে। হঠাৎ অক্ষর প্যাটেলের চোট ভারতের পুরো পরিকল্পনায় যেন ভেস্তে দিয়েছে।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা, গুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মোদি]

জানা গিয়েছে, আগের দিন যে পাঁচজন তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, তাঁদের রবিবার ফেরানো হচ্ছে। বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, বুমরাহ, কুলদীপ, সিরাজ ফিরছেন। রবিবারের প্রেমদাসার বাইশ গজের চরিত্র কী হতে চলেছে, সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সুপার ফোরে র‌্যাঙ্ক টার্নারে ভারতের বিরুদ্ধে খেলেছিল শ্রীলঙ্কা। ভারতীয় টিম (Indian Cricket Team) ম‌্যানেজমেন্ট ধরে নিচ্ছে, এবারও সেরকম কিছু হবে। তাই আপাতত তিন স্পিনারের ভাবনাই রয়েছে। এর মধ‌্যে আবার অক্ষর প‌্যাটেল বাংলাদেশ ম‌্যাচে চোট পেয়েছেন। তড়িঘড়ি দেশ থেকে ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। শেষ পর্যন্ত তিন স্পিনারে খেললে ওয়াশিংটনকে দলে ঢুকিয়ে দেওয়া হতে পারে।

[আরও পড়ুন: মেগা ফাইনালের আগে দুর্ঘটনা থেকে বাঁচলেন বিরাট! দেখুন ভাইরাল ভিডিও]

এসবের বাইরে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও ওই জরুরি বৈঠকে আলোচনা হয়েছে। শ্রেয়স আইয়ারের চোট নিয়েও আলোচনা হয়েছে। প্রয়োজনে বিশ্বকাপে বিকল্প প্রস্তুত রাখার কথাও ভাবা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement