প্রণব সরকার, আগরতলা: বিমানের আপৎকালীন দরজা খুলতে গিয়ে গণধোলাই খেলেন এক যুবক। গুয়াহাটি থেকে আগরতলাগামী বিমানে ঘটল এমনই এক ঘটনা। এই ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শেষ পর্যন্ত বিমানটি (Aeroplane) নিরাপদেই অবতরণ করেছে।
ঠিক কী হয়েছিল? গুয়াহাটি থেকে আগরতলা (Agartala) আসার সময় বিমানে আপৎকালীন দরজার পাশেই আসন পেয়েছিলেন ওই যুবক। তিনি আগরতলার বাসিন্দা। আচমকাই তিনি উঠে পড়ে এমার্জেন্সি গেট খুলতে চেষ্টা করেন। সঙ্গে ছুটে আসেন বিমান সেবিকারা। তাঁরা চেষ্টা করতে থাকেন তাঁকে নিরস্ত করার। কিন্তু কিছুতেই ওই যুবককে সামলানো যাচ্ছিল না। তিনি দরজাটি খোলার চেষ্টা করে যাচ্ছিলেন।
[আরও পড়ুন: কবে, কোথায় দেখবেন বাইশ গজে কে এল রাহুল-প্যাট কামিন্সদের লড়াই?]
এরপরই যাত্রীরা উঠে গিয়ে সেখানে উপস্থিত হন। বিমানের ভিতরেই তাঁকে গণধোলাই দেওয়া হয়। পরে বিমানটি অবতরণ করলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিমানের মধ্যেই। ওই বিমানের যাত্রী ছিলেন ১৮০ জন। কেন তিনি ওই কীর্তি করলেন তা এখনও জানা যায়নি।