সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ডিএ (DA) তো বটেই, পেনশন-সহ একাধিক ক্ষেত্রে বঞ্চিত সরকারি কর্মীরা। যার জেরে এবার যোগী সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামতে চলেছেন সরকারি কর্মীরা। ১৮ মে থেকে শুরু হবে এই আন্দোলন৷ এমনটাই জানিয়েছেন কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার সাধারণ সম্পাদক শশী মিশ্র। রাজ্যের সরকারি সড়ক পরিবার পুর, প্রাথমিক শিক্ষক-সহ বিভিন্ন ইউনিয়নের ১০ লক্ষের বেশি শ্রমিক ও কর্মচারী যোগ দিতে চলেছেন এই ধর্মঘটে।
কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার দীর্ঘদিনের দাবি, পুরনো পেনশন প্রকল্প চালু, জন পরিষেবায় বেসরকারিকরণ ও ঠিকা কর্মী নিয়োগ বন্ধ করা হোক, বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে কার্যকর করা হোক। এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে কেন্দ্রীয় হারে ডিএর দাবি জানানো হয়েছে, এছাড়া গত ৫ বছর ধরে বেতন না বাড়ার অভিযোগ করেছেন রাজ্য সড়ক পরিবহণের কর্মীরা। এই সমস্ত দাবির প্রেক্ষিতেই আন্দোলনে নামছে সরকারি কর্মী সংগঠন। এ প্রসঙ্গে সরকারি কর্মী সংগঠনের তরফে জানানো হয়েছে, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে উন্নয়নমূলক রাষ্ট্র গঠনের ভূমিকা পরিত্যাগ করে শ্রমিক ও কর্মচারী বিরোধী অবস্থান নিয়েছে। ফলে বেতন কমেছে এবং কাজের নিরাপত্তা কমেছে। কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ট হয়েছে।
[আরও পড়ুন: কর্ণাটকে ভোটের পর ভোটাররা পাবেন বিনামূল্যের খাবার, অনুমতি দিল হাই কোর্ট]
সরকারি কর্মীদের অভিযোগ, ‘‘সরকার যেভাবে আমাদের উপরে নতুন পেনশন প্রকল্প চাপিয়ে দিয়েছে তা এক কথায় সম্পূর্ণ অগণতান্ত্রিক। পাশাপাশি ঠিকা ও চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করছে সরকার। এই নীতির বিরোধিতা করলেই সরকারি দমনপীড়নের মুখে পড়তে হচ্ছে। যার জেরেই ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি আমরা। অন্তত ১০ লক্ষের বেশি শ্রমিক ১৮ মে থেকে এই সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছেন।