shono
Advertisement

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু বিজেপির, তিন রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে অমিত শাহ

বৈঠকে নির্বাচনী কৌশল নিয়ে প্রাথমিক রূপরেখা তৈরির সম্ভবনা৷ The post বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু বিজেপির, তিন রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে অমিত শাহ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:41 PM Jun 09, 2019Updated: 09:41 AM Jun 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে মোদি সরকার৷ বেড়েছে মানুষের প্রত্যাশা৷ সাধারণ নির্বাচনে ভাল ফলাফলে যাতে দলের নেতা-কর্মীরা আত্মতুষ্টিতে না ভোগেন, সেদিকেও লক্ষ্য রাখছেন তিনি৷ একইভাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শুরু করেছেন ঘুঁটি সাজানোর কাজ৷ এবং সে লক্ষ্যেই রবিবার হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরী বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷

Advertisement

[ আরও পড়ুন: যোগীকে নিয়ে ‘অপমানজনক’ ভিডিও সম্প্রচার, গ্রেপ্তার টিভি চ্যানেলের সম্পাদক ]

সূত্রের খবর, এদিন প্রথমে হরিয়ানার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ৷ তারপর বৈঠক সারবেন যথাক্রমে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের নেতৃত্বের সঙ্গে৷ বৈঠকে রাজ্য নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকবেন অমিত শাহের কোর টিমের সদস্যরাও৷ বৈঠকে এই তিন রাজ্যে বিজেপির রণকৌশল নিয়ে প্রাথমিক আলোচনার পাশাপাশি দলের দুর্বল দিকগুলি নিয়েও কথাবার্তা হতে পারে বলে নয়াদিল্লি সূত্রে খবর৷ একই সঙ্গে কথা হতে পারে প্রচার কৌশল, বিরোধীদের দুর্বলতা ইত্যাদি প্রসঙ্গেও৷ যে তিন রাজ্যের নেতাদের সঙ্গে এদিন বৈঠকে বসবেন শাহ, বর্তমানে সেই তিন রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি৷ লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে আরও একবার এই রাজ্যগুলিতে সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করছেন পদ্ম শিবিরের নেতারা৷ তবে এই আত্মবিশ্বাস যাতে আত্মতুষ্টিতে পরিণত না হয়, সূত্রের খবর, রাজ্য নেতাদের সেই হুঁশিয়ারি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোট সেনাপতি অমিত শাহ৷

[ আরও পড়ুন: পুলিশের সামনেই মা-ছেলেকে গণপ্রহার ও কুপিয়ে খুন! চাঞ্চল্য তিনসুকিয়ায় ]

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে ১৪টি মধ্যে ১২টি আসন পাওয়ার পরেও ঝাড়খণ্ডে বিরোধীদের সঙ্গে জোরটক্কর দিতে হবে গেরুয়া শিবিরকে৷ কারণ, রাজ্যের মানুষের মধ্যে যে সরকারবিরোধী মনোভাব তৈরি হয়েছে, অনুমান তারই প্রতিফলন ঘটবে ভোটবাক্সে৷ ফলে ওই রাজ্যে খারাপ ফলাফল করতে পারে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সরকার৷ সেখানে বিজেপির সঙ্গে লড়াই হবে কংগ্রেস, আরজেডি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোটের৷ বাকি দুই রাজ্য হরিয়ানা ও মহারাষ্ট্রের ক্ষেত্রে সেই লড়াইয়ের সম্ভবনা অনেকটা কম বলেই মত বিশেষজ্ঞদের৷ ওয়াকিবহাল মহলের মতে, হরিয়ানায় বেশ নিরাপদেই রয়েছে মনোহর লাল খাট্টারের সরকার৷ একইভাবে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটের তুলনায় অনেকটাই দুর্বল কংগ্রেস-এনসিপি জোট৷ ফলে লড়াইটা এই দুই রাজ্যে অনেকটাই সহজ৷

The post বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু বিজেপির, তিন রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে অমিত শাহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement